IPL 2019

অপ্রতিরোধ্য নাইটদের থামাতে কোন ১১ জনকে ভরসা করতে পারেন মাহি

পর পর ম্যাচ জিতে মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ কেকেআর অবশ্য লিগ টেবিলের শীর্ষে

Advertisement
নিজস্ব প্রতিবেদন
কলকাতা শেষ আপডেট: ০৯ এপ্রিল ২০১৯ ০৯:১৬
Share:
০১ ১২

পর পর ম্যাচ জিতে মঙ্গলবার কলকাতা নাইট রাইডার্সের বিরুদ্ধে খেলতে নামছে চেন্নাই সুপার কিংস। প্রতিপক্ষ কেকেআর অবশ্য লিগ টেবিলের শীর্ষে। চেন্নাইকে সব সময়ই এগিয়ে রেখেছে ধোনির ক্ষুরধার মস্তিষ্ক। ঘরের মাঠে দীনেশ কার্তিকদের হারাতে‌ কারা থাকছেন ধোনির দলে? দেখে নেওয়া যাক।

০২ ১২

ফাফ খেললে চেন্নাইয়ের ওপেনিং আরও ভাল হবে আশা করা যায়। চেন্নাই সুপার কিংসের অন্যতম ভরসা হতে পারেন ফাফ দু’প্লেসি। ওপেনার হিসেবে তাঁরই থাকার কথা।

Advertisement
০৩ ১২

চিদম্বরম স্টেডিয়ামের বাইশ গজে তাঁর সঙ্গে ওপেন করার কথা শেন ওয়াটসনের। ব্যর্থতা কাটিয়ে চিদম্বরমে জ্বলে উঠতে চাইবেনই ওয়াটসন।

০৪ ১২

আইপিএলে ৫ হাজার রানের গণ্ডি পেরিয়ে যাওয়া প্রথম ক্রিকেটার সুরেশ রায়নার নামার কথা তিনে।

০৫ ১২

অম্বাতী রায়ুডুর নামার কথা চার নম্বরে। ওপেনিংয়ে সফল না হলেও মিডল অর্ডারে ভাল খেলেছেন রায়ুডু। শীতল মস্তিষ্ক বলে মাহিও ভরসা করেন তাঁকে।

০৬ ১২

পাঁচে নামার কথা কেদার যাদবের। দলের প্রয়োজনে হাল ধরেছেন আগেও। মিডল অর্ডারের অন্যতম ভরসা তিনি।

০৭ ১২

শান্ত, ক্ষুরধার মস্তিষ্ক ও অভিজ্ঞতা সব কিছুর মিশেল রয়েছে দলের অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির কাছে। মাহি ছয় নম্বরে নামতে পারেন। কেকেআরের জয়ের রথ থামাতে মরিয়া তিনিও। উইকেটকিপার হিসাবেও জুড়ি মেলা ভার তাঁর।

০৮ ১২

সাত নম্বরে নামার কথা রবীন্দ্র জাডেজার। অলরাউন্ডার জাডেজা ফর্মে থাকলে ব্যাটে বলে এমনিতেই এগিয়ে থাকবে সিএসকে।

০৯ ১২

দীপক চাহারের নামার কথা আট নম্বরে। পেসার চাহার গতিতে বিপক্ষকে চমকে দিয়েছেন বিগত ম্যাচগুলিতে।

১০ ১২

নয় নম্বরে নামার কথা স্কট কুখেলাইনের। চার বছর আগে ধর্ষণে অভিযুক্ত হন নিউজ়িল্যান্ডের ক্রিকেটার। #মিটু আন্দোলনে তাঁর নামও ওঠে। পরবর্তীতে যদিও অভিযোগের হাত থেকে মুক্তি পেয়েছেন কিউই তারকা।

১১ ১২

দশ নম্বরে থাকতে পারেন হরভজন সিংহ। শনিবার কিংস ইলেভেন পঞ্জাবের বিরুদ্ধে তিনিই চেন্নাই সুপার কিংসকে এনে দিলেন দুর্দান্ত জয়। ক্রিস গেল এবং ময়াঙ্ক আগরওয়ালের মূল্যবান উইকেট তুলে নিয়ে জিতে নেন ম্যাচের সেরার পুরস্কারও।

১২ ১২

১১ নম্বরে নামার কথা ইমরান তাহিরের। বিপক্ষের ব্যাটিং লাইন আপে ধস নামানোর জন্য তাঁর স্পিন যথেষ্ট। গত ম্যাচগুলিতে পারফরম্যান্সও বেশ ভাল।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement