কলকাতা নাইট রাইডার্স সম্পর্কে এই তথ্যগুলি জানতেন?

আইপিএলে দু’বারের চ্যাম্পিয়ন। গত বছরও প্লেঅফে হেরে তিন নম্বরে শেষ করেছে তারা। টুর্নামেন্টের দলগুলির মধ্যে ফ্যান ফলোয়িংয়ের হিসাবে একেবারে প্রথম দিকে থাকা দলগুলির মধ্যে অন্যতম কলকাতা নাইট রাইডার্স সম্বন্ধে জেনে নিন কিছু তথ্য যা হয়ত আপনার অজানা।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৭ মে ২০১৮ ১৪:৩৯
Share:
০১ ০৯

আইপিএলে দু’বারের চ্যাম্পিয়ন। গত বছরও প্লেঅফে হেরে তিন নম্বরে শেষ করেছে তারা। টুর্নামেন্টের দলগুলির মধ্যে ফ্যান ফলোয়িংয়ের হিসাবে একেবারে প্রথম দিকে থাকা দলগুলির মধ্যে অন্যতম কলকাতা নাইট রাইডার্স সম্বন্ধে জেনে নিন কিছু তথ্য যা হয়ত আপনার অজানা।

০২ ০৯

নাইটদের হেলমেটের কালো রং মা কালীর শক্তির কথা মাথায় রেখে তৈরি। সোনালী রং যুদ্ধজয়ের প্রতীক হিসাবে ধরা হয়েছে। ছবি: পিটিআই।

Advertisement
০৩ ০৯

ফ্র্যাঞ্চাইজির তিন মালিক, শাহরুখ খান, জেয় মেহতা এবং জুহি চাওলা। ছবি: পিটিআই।

০৪ ০৯

টিমের থিম সং ‘করব লড়ব জিত রে’ সুরকার বিশাল-শেখরের তৈরি।

০৫ ০৯

নাইটদের জার্সি ডিজাইন করেছেন ফ্যাশান ডিজাইনার মণীশ মলহোত্র। ছবি: এএফপি।

০৬ ০৯

১৯৮০-এর জনপ্রিয় টেলিভিশন শো ‘নাইটরাইডার্স’ থেকে এই দলের নাম হয়েছে। ছবি: পিটিআই।

০৭ ০৯

আইপিএলে টানা ম্যাচ জয়ের রেকর্ড রয়েছে নাইটদের দখলে। ২০১৪ সালে টানা ১১টি ম্যাচ জেতে নাইট রাইডার্স। সে বছর চ্যাম্পিয়নও হয় তারা। ছবি: পিটিআই।

০৮ ০৯

আইপিএলের তৃতীয় ভ্যালুয়েবল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স। ছবি: পিটিআই।

০৯ ০৯

কলকাতার ঘরের মাঠ ইডেন গার্ডেন্স, যা ভারতের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
আরও গ্যালারি
Advertisement