Sports News

চোটের জন্য দু’ম্যাচে খেলতে পারবেন না রায়না

কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সময় চোট পান তিনি। ১০তম ওভারে সুনীল নারিনের বলে এক রান নিয়েই ডাক্তারের দ্বারস্থ হতে হয়।

Advertisement

সংবাদ সংস্থা

চেন্নাই শেষ আপডেট: ১২ এপ্রিল ২০১৮ ১৭:৩৩
Share:

সুরেশ রায়না। ছবি: পিটিআই।

আইপিএল-এর পরের দুটো ম্যাচে খেলা হচ্ছে না সুরেশ রায়নার। ঘরের মাঠে কেকেআরকে হারানোর ম্যাচেই চোট পেলেন রায়না। তাঁর কাফ মাসলে চোট। যা খবর আগামী দুটো ম্যাচে খেলতে পারবেন না তিনি। তাঁর কেরিয়ারে এই প্রথম পঞ্জাবের বিরুদ্ধে খেলা হচ্ছে না সুরেশ রায়নার। রবিবার মোহালিতে কিংস একাদশ পঞ্জাবের বিরুদ্ধে খেলতে নামবে চেন্নাই। পরের ম্যাচ ২০ এপ্রিল রাজস্থানের বিরুদ্ধে।

Advertisement

দু’বছরের নির্বাসন কাটিয়ে এ বারই আইপিএল-এর মূলস্রোতে ফিরেছে চেন্নাই সুপার কিংস। দু’বছর পর দল নেমেছিল এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। এই মরসুমে ঘরের মাঠে এটাই চেন্নাইয়ের প্রথম ও শেষ ম্যাচ। কাবেরী জলবন্টন ইস্যুতে আন্দোলন ঘিরে এই মুহূর্তে উত্তপ্ত চেন্নাই। আন্দোলনকারীরা চাইছেন না এই সমস্যার মধ্যে সেখানে আইপিএল ম্যাচ হোক। সেখান থেকে সরে যাচ্ছে ম্যাচ। তার মধ্যেই সুরেশ রায়নার চোট।

কেকেআর-এর বিরুদ্ধে ম্যাচে ব্যাট করার সময় চোট পান তিনি। ১০তম ওভারে সুনীল নারিনের বলে এক রান নিয়েই ডাক্তারের দ্বারস্থ হতে হয়। তার আগে থেকেই রান নিতে সমস্যা হচ্ছিল রায়নার। এর আগে চোটের জন্য টুর্নামেন্ট থেকেই ছিটকে গিয়েছেন কেদার যাদব। তবে, আঙুলের চোট সারিয়ে সোমবারের ম্যাচে ফাফ দু প্লেসিকে পাওয়ার সম্ভাবনা রয়েছে। মুরলী বিজয় প্রথম ম্যাচে খেলতে পারেননি অনুশীলনে চোট পাওয়ায়। তবে সুস্থ হয়ে ফিরেছেন কেকেআর ম্যাচেই। মিডল অর্ডারে ফিরতে পারেন অম্বাতি রায়ডু।

Advertisement

আরও পড়ুন
কাবেরী বিতর্কের জের, ধোনিদের বাকি ম্যাচ পুণেতে

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement