৬ জুলাই থেকে সাত সপ্তাহের ওয়েস্ট ইন্ডিজ সফরে যাচ্ছে ভারতীয় ক্রিকেট দল। সেখানে ৪ ম্যাচের টেস্ট সিরিজ খেলবেন বিরাট কোহালিরা। সঙ্গে দুটো প্রস্তুতি ম্যাচও থাকছে তালিকায়। চারটি টেস্টের ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা, জামাইকা, সেন্ট লুসিয়া ও ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোকে। ট্যুর শুরু হবে ৯ জুলাই দু’দিনের অনুশীলন ম্যাচ দিয়ে। এর পর ১৪ জুলাই থেকে তিন দিনের অনুশীলন ম্যাচ খেলবে ভারত। দুটো ম্যাচই হবে সেন্ট কিটে।
প্রথম টেস্ট শুরু হবে ২১ জুলাই থেকে। দ্বিতীয় টেস্ট ৩০ জুলাই থেকে। তৃতীয় টেস্ট শুরু ৯ আগস্ট ও শেষ ও চতুর্থ টেস্ট হবে ১৮ আগস্ট থেকে। ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের তরফে জানানো হয়েছে চারটি ভেন্যু এই সিরিজের জন্য তৈরি হয়ে গিয়েছে। ভারতীয় দল শেষ ওয়েস্ট ইন্ডিজ সফরে গেছিল ২০১১র জুনে। যেখানে তিন ম্যাচের টেস্ট সিরিজ ভারত জিতে নিয়েছিল ১-০তে।
২০১৪র অক্টোবরে ভারত সফরে আসা ওয়েস্ট ইন্ডিজ দল মাঝ পথেই সিরিজ ছেড়ে দেশে ফিরে গেছিল। যাতে ভারতীয় ক্রিকেট বোর্ডের অনেক ক্ষতি হয়েছিল। সেই ক্ষতিপূরণও দাবী করেছিল বিসিসিআই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডের কাছে।দুই দেশের মধ্যে কোনও সিরিজ না হওয়ার কথাও ঘোষণা করে দিয়েছিল বিসিসিআই। কিন্তু শেষ পর্যন্ত বরফ গলল দুই বোর্ডের আলোচনায়। যা খবর ২০১৭তে অসমাপ্ত সিরিজ সম্পূর্ণ করতে আবার ভারতে খেলতে আসবে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল।
আরও খবর
‘সচিনের রেকর্ড ভেঙে দেওয়ার ক্ষমতা আছে বিরাটের’