ম্যাঞ্চেস্টার টেস্টে খেলতে নামেনি ভারত। —ফাইল চিত্র
দুই বোর্ড একটি টেস্ট খেলতে রাজি। ভারত এবং ইংল্যান্ডের মধ্যে ২০২২ সালে একটি টেস্ট ম্যাচ খেলা হতে পারে বলে জানাচ্ছে এক সর্বভারতীয় সংবাদ মাধ্যম। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের শেষ টেস্টটি খেলা হয়নি। ভারতীয় দলে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ায় ম্যাঞ্চেস্টার টেস্টে খেলতে নামেনি ভারত।
২০২২ সালে একটি টেস্ট খেলা হলেও সেই ম্যাচটি শেষ না হওয়া পাঁচ ম্যাচের সিরিজের মধ্যে ধরা হবে, নাকি আলাদা ভাবে একটি টেস্ট হিসেবে ধরা হবে, সেই বিষয় এখনও কিছু জানা যায়নি।
সিরিজে চার ম্যাচ শেষে ২-১ ব্যবধানে এগিয়ে আছে ভারত। সেই সিরিজের কি হবে তা স্পষ্ট নয়। ২০২২ সালে ইংল্যান্ডে সাদা বলের সিরিজ খেলতে যাওয়ার কথা ভারতের। সেই সময়ই এই একটি টেস্ট খেলা হতে পারে।
ম্যাঞ্চেস্টার টেস্ট শুরুর কয়েক ঘণ্টা আগে জানা যায় সেই ম্যাচ খেলা হবে না। ইংল্যান্ড বোর্ডের তরফে বলা হয়, ভারত এই টেস্ট খেলতে চায়নি, তাই ম্যাচ বাতিল করা হচ্ছে।