জোরে বোলাররা দাপট দেখানোর পর ব্যাট হাতে দলকে নিয়ে এগিয়ে যাচ্ছেন রোহিত শর্মা। ছবি - টুইটার
সাহেবদের ১৮৩ রানে অল আউট করে দেওয়ার পর, ব্যাট হাতেও মেলে ধরলেন রোহিত (৯) ও রাহুল (৯)। ফলে প্রথম দিনের শেষে ১৩ ওভারে ২১ রান তুলে নিল টিম ইন্ডিয়া। ইংল্যান্ডের থেকে এখনও ১৬২ রানে পিছিয়ে বিরাট কোহলীর দল।
ক্রিজে জাঁকিয়ে বসতে শুরু করেছেন রোহিত ও রাহুল।
৫ ওভারের শেষে ভারতের রান ১৩। ক্রিজে রয়েছেন রোহিত শর্মা ও কে এল রাহুল।
লক্ষ্য বড় রানের লিড। সেই লক্ষ্য নিয়ে ক্রিজে এসেছেন রোহিত শর্মা ও কে এল রাহুল।
টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত বুমেরাং হল। যশপ্রীত বুমরা, মহম্মদ শামির দাপটে ৬৫.৪ ওভারে মাত্র ১৮৩ রানে শেষ হয়ে গেল সাহেবদের প্রথম ইনিংস। বুমরা ৪৬ রানে ৪, শামি ২৮ রানে ৩ উইকেট নিয়েছেন। শার্দূল নিয়েছেন ৪১ রানে ২ উইকেট। সিরাজের ঝুলিতে এসেছে একটি উইকেট। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন জো রুট।
স্টুয়ার্ট ব্রডকে আউট করলেন বুমরা। ১৬০ রানে ৯ উইকেট হারাল ইংল্যান্ড।
রুটকে আউট করার পর ৫৮.৪ ওভারে অলি রবিনসনকে সাজঘরে ফেরালেন শার্দূল ঠাকুর। মাত্র ১৫৫ রানে ৮ উইকেট হারিয়ে বেশ চাপে ইংল্যান্ড।
প্রথম টেস্টের প্রথম দিন সাহেবদের সবচেয়ে বড় ধাক্কা দিলেন শার্দূল ঠাকুর। জো রুট ব্যক্তিগত ৬৪ রানে আউট হলেন।
শেষ বেলায় ভারতীয় জোরে বোলারদের দাপট বজায় রয়েছে। এ বার যশপ্রীত বুমরা ধাক্কা দিলেন। খালি হাতে ফিরতে বাধ্য হলেন জস বাটলার।
ফের জ্বলে উঠলেন মহম্মদ শামি। ড্যান লরেন্সকে ফিরিয়ে সাহেবদের ফের ধাক্কা দিলেন। ১৩৮ রানে ৫ উইকেট হারাল ইংল্যান্ড।
প্রথম সেশনের মতো দ্বিতীয় সেশনেও বিরাটবাহিনী দাপট বজায় রেখেছে। চতুর্থ উইকেটে জো রুট ও জনি বেয়ারস্টো ৭২ রান যোগ করলেও, চা পানের বিরতির কিছুক্ষণ আগে ইংরেজদের ফের ধাক্কা দিলেন শামি। ৫০.২ ওভারে ১৩৮ রান তুলতে ৪ উইকেট হারাল ইংল্যান্ড। রুট ৯১ বলে ৫২ রান ক্রিজে আছেন।
ভারতের জোরে বোলারদের বিরুদ্ধে একা লড়ে ৫০তম অর্ধ শতরান পূরণ করলেন ইংরেজ অধিনায়ক।
জনি বেয়ারস্টোকে ফিরিয়ে ইংল্যান্ডকে ফের ধাক্কা দিলেন মহম্মদ শামি। ১৩৮ রানে ৪ উইকেট হারাল সাহেবরা।
জো রুট (৩৫) ও জনি বেয়ারস্টোর (১১) ব্যাটে ঘুরে দাঁড়াতে মরিয়া সাহেবরা।
ভারতের জোরে বোলারদের দাপটে চাপ ইংরেজরা। প্রথম ইনিংসে বড় রান গড়ার জন্য সবাই এখন জো রুটের দিকে তাকিয়ে। ইংল্যান্ডের অধিনায়ক ১৮ রানে ক্রিজে রয়েছেন। তাঁর সঙ্গে রয়েছেন জনি বেয়ারস্টো।
যশপ্রীত বুমরা ও মহম্মদ সিরাজের পর এ বার দলকে সাফল্য এনে দিলেন মহম্মদ শামি। ২৭.৩ ওভারে ফেরালেন ডম সিবলেকে। শর্ট মিড উইকেটে দাঁড়িয়ে সহজ ক্যাচ ধরেন কে এল রাহুল।
প্রথম টেস্টের প্রথম সেশন ভারতের নামে রইল। প্রথম ওভারের পঞ্চম বলে বিপক্ষের প্রথম উইকেট নিয়েছিলেন যশপ্রীত বুমরা। ইনিংসের ২১.৫ ওভারে জ্যাক ক্রলিকে আউট করে ভারতকে দ্বিতীয় সাফল্য এনে দিলেন মহম্মদ সিরাজ।
জ্যাক ক্রলিকে ডানহাতি জোরে বোলার মহম্মদ সিরাজ ফেরালেও যাবতীয় কৃতিত্ব কিন্তু ঋষভ পন্থের। ক্রলির ব্যাটের কানায় বল লেগে পন্থের দস্তানায় জমা পড়ে। আপিল করেন উইকেটরক্ষক। অধিনায়ক বিরাট কোহলী ও সিরাজ ব্যাটে-বলে হওয়ার ব্যাপারটা টের পাননি। তবে ডিআরএস চাইলে ভারতের পক্ষে রায় যায়। স্কোরবোর্ডে ক্রলির আউট হওয়ার মুহূর্ত ভেসে উঠতেই মুখ ঢেকে লজ্জিত বোধ করেন কোহলী।
২০ ওভারের শেষে ১ উইকেট হারিয়ে ৪১ রান তুললো ইংল্যান্ড। জ্যাক ক্রলি ২৩ ও ডম সিবলে ১১ রানে ক্রিজে রয়েছেন।