জরিমানা হল জফ্রা, মর্গ্যানদের। ছবি টুইটার
বৃহস্পতিবার চতুর্থ টি-টোয়েন্টি ম্যাচে আট রানে হেরে গিয়েছে ইংল্যান্ড। সেই ম্যাচে মন্থর গতিতে বোলিং করার কারণে জরিমানা হল অইন মর্গ্যানের দলের। তাদের ম্যাচ ফি-র ২০ শতাংশ কেটে নেওয়া হয়েছে। শুক্রবার সরকারি বিবৃতিতে এই সিদ্ধান্তের কথা জানিয়েছে আইসিসি।
নির্ধারিত যে সময়ে ২০ ওভার করার কথা ছিল, মর্গ্যানরা তার থেকে অতিরিক্ত সময় নিয়েছেন। ফলে আইসিসি-র নিয়মের ২.২২ ধারা লঙ্ঘন করেছেন তাঁরা। মাঠে থাকা দুই আম্পায়ার কে এন অনন্তপদ্মনাভন ও নীতিন মেনন এবং তৃতীয় আম্পায়ার বীরেন্দ্র শর্মা মর্গ্যানদের বিরুদ্ধে মন্থর গতিতে বোলিং করার অভিযোগ জানিয়েছিলেন।
জানা গিয়েছে, ইংরেজ অধিনায়ক ভুলের কথা মেনে নিয়েছেন। ফলে সরকারি ভাবে কোনও শুনানি হচ্ছে না। শনিবার পঞ্চম তথা শেষ টি-টোয়েন্টি ম্যাচ। যে সেই ম্যাচ জিতবে, তাদের ঘরেই ঢুকবে ট্রফি।