উল্লাস: উইকেট নিয়ে উচ্ছ্বাস ভারতের। শনিবার। ছবি: টুইটার।
মেয়েদের এশিয়া কাপের মরণ-বাঁচন ম্যাচে পাকিস্তানকে সাত উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেল ভারত। আগের ম্যাচেই বাংলাদেশের বিরুদ্ধে হারের ধাক্কা সামলে দারুণ ভাবে প্রত্যাঘাত করলেন মিতালি রাজ, ঝুলন গোস্বামীরা। যা তাঁদের ইস্পাতকঠিন মানসিকতারই পরিচয়।
টস জিতে ব্যাটিং নিয়ে ভারতীয় বোলারদের সামনে মুখ থুবড়ে পড়ে পাকিস্তান। বাঁ হাতি স্পিনার একতা বিস্তের ঘূর্ণির সামনে দাঁড়াতে পারেনি তারা। চার ওভারে ১৪ রান দিয়ে একতা ফিরিয়ে দেন তিন ব্যাটসম্যানকে। ২০ ওভারে সাত উইকেটের বিনিময়ে মাত্র ৭২ রান তুলতে পারে পাকিস্তান। ১৬.১ ওভারে তিন উইকেটের বিনিময়ে জয়ের রান তুলে নেয় ভারত।
ভারতীয় বোলিংয়ের বিরুদ্ধে প্রথম দশ ওভারে চার উইকেট হারিয়ে মাত্র ৩৬ রান করেছিল পাকিস্তান। ম্যাচের প্রথম ওভারেই নাইন আবিদির উইকেট ছিটকে দেন ভারতীয় পেসার শিখা পাণ্ডে। উল্টো দিক থেকে ঝুলন গোস্বামীর নিয়ন্ত্রিত বোলিংয়ের বিরুদ্ধে হার মানতে হয় পাক ব্যাটসম্যানদের। তার পর থেকেই একের পর এক পাক ব্যাটসম্যান ফিরতে শুরু করেন একতার বলে আউট হয়ে। বিপর্যয় কাটিয়ে আর ঘুরে দাঁডাতে পারেনি পাকিস্তান।
জবাবে ব্যাট করতে নেমে পাঁচ রানে দুই উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল ভারত। শূন্য রানে ফিরে যান দীপ্তি শর্মা ও মিতালি রাজ। তখনই ম্যাচের হাল ধরেন স্মৃতি মানধানা ও অধিনায়ক হরমনপ্রীত। ৪০ বলে ৩৮ রান করেন স্মৃতি। হরমনপ্রীত অপরাজিত থাকেন ২৪ রানে। আজ, রবিবার, ফাইনালে ভারতের প্রতিপক্ষ বাংলাদেশ। গত ম্যাচেই ভারতকে তারা সাত উইকেটে হারিয়ে চমক সৃষ্টি করেছিল। ঝুলনদের সামনে সেই হারের জবাব দেওয়ার সুযোগ রয়েছে ফাইনালে।