কিদম্বি শ্রীকান্ত।
প্রথম ম্যাচে ফিলিপিন্সকে ৫-০ উড়িয়ে দেওয়ার পরে এশিয়ান ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচেও দাপটে জয় পেল ভারত। কিদম্বি শ্রীকান্তরা এ বার ৫-০ হারাল মলদ্বীপকে।
শ্রীকান্তই জয় দিয়ে শুরু করেন। প্রথম সিঙ্গলসে ম্যাচে তিনি ২১-৫, ২১-৬ হারান শাহিদ হুসেইন জাইয়ানকে। দ্বিতীয় সিঙ্গলসে বি সাই প্রণীত মাত্র ১৭ মিনিটে আহমেদ নিবালকে হারিয়ে ভারতকে ২-০ এগিয়ে দেন।
ভারতীয় খেলোয়াড়দের এই দাপট বজায় ছিল বাকি তিনটি ম্যাচেও। সমীর বর্মা ২১-৫, ২১-১-এ মহম্মদ আরসালান আলিকে হারিয়ে অনতিক্রম্য ৩-০ এগিয়ে দেন ভারতকে। এর পরে ডাবলস ম্যাচেও ভারতীয় খেলোয়াড়রা সহজেই জয় পান।
প্রথম ডাবলসে সাতউইকসাইরাজ রানকিরেড্ডি এবং চিরাগ শেট্টির জুটি ২১-৮, ২১-৮ হারান শাহিদ হুসেইন জাইয়ান এবং শাহিম হাসান আফশিমকে। এর পরে অর্জুন এম আর শ্লোক রামচন্দ্রনের জুটি ২১-২, ২১-৫ জয় পায় আরসালান আলি এবং আহমেদ নিবালের বিরুদ্ধে।
এশিয়া টিম ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে উঠলে শ্রীকান্তরা মে মাসে ব্যাঙ্ককে টমাস কাপে খেলার সুযোগ পাবেন। সেই লক্ষ্যে এর পরে ভারতের প্রতিপক্ষ শক্তিশালী ইন্দোনেশিয়া। ভারতের মেয়েদের মঙ্গলবার হংকং-কে হারানোর পরে বুধবার বিশ্রাম ছিল। বৃহস্পতিবার পি ভি সিন্ধুদের লড়াই জাপানের বিরুদ্ধে।