ICC World Cup 2019

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ সেমিফাইনালেও ছিল ভারত নিউজিল্যান্ড, নেতৃত্বে ছিলেন বিরাট ও উইলিয়ামসনই!

২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও একই রকম পরিস্থিতি হয়েছিল। সে বার বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড।

Advertisement

সংবাদ সংস্থা

ম্যাঞ্চেস্টার শেষ আপডেট: ০৭ জুলাই ২০১৯ ১৭:২২
Share:

অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড। ছবি- গেটি ইমেজেস

সাত উইকেটে শ্রীলঙ্কাকে হারানোর পর গ্রুপ লিগে প্রথম স্থান নিয়ে সেমিফাইনালে নিউজিল্যান্ডের মুখোমুখি ভারত। অস্ট্রেলিয়া দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ১০ রানে হেরে যাওয়ায় মুখোমুখি হচ্ছে ইংল্যান্ডের।

Advertisement

হিসেব অনুযায়ী, গ্রুপ লিগের এক নম্বরের সঙ্গে চার নম্বর মুখোমুখি হবে সেমিফাইনালে। এই হিসেবে এক নম্বর ভারত মুখোমুখি হবে চার নম্বর দল নিউজিল্যান্ডের। এখনও পর্যন্ত ৭টি বিশ্বকাপ সেমিফাইনাল খেলেছে ভারত। নিউজিল্যান্ড খেলেছে ৮টি সেমিফাইনাল। ২০০৮ সালে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপেও একই রকম পরিস্থিতি হয়েছিল। সে বার বিশ্বকাপের সেমিফাইনাল ম্যাচে মুখোমুখি হয়েছিল ভারত ও নিউজিল্যান্ড।

শুধুমাত্র মুখোমুখি হওয়াই নয়, এই ম্যাচে অধিনায়ক ছিলেন বর্তমান ভারত ও নিউজিল্যান্ড অধিনায়ক বিরাট কোহালি এবং কেন উইলিয়ামসন। বিরাট ছাড়াও ভারতীয় দল থেকে রবীন্দ্র জাডেজা অনূর্ধ্ব ১৯ দলে ছিলেন এবং ট্রেন্ট বোল্ট, টিম সাউদি নিউজিল্যান্ডের অনূর্ধ্ব ১৯ দলে ছিলেন। নিউজিল্যান্ড প্রথমে ব্যাট করে ২০৫ রান করে। বিরাট কোহালির ব্যাটে ৪৩ রানের পাশাপাশি বলে ২ উইকেট ভারতকে ম্যাচে ৩ উইকেটে জিততে সাহায্য করে।

Advertisement

আরও পড়ুন: স্বপ্নের ফর্মে রোহিত শর্মা, যে রেকর্ডগুলি করলেন, ভাঙার অপেক্ষায় যেগুলি

আগামি ৯ জুলাই প্রথম সেমিফাইনালে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। দেখার বিষয় ১১ বছর আগের সেই ম্যাচ বিরাট বাহিনীকে কতটা উদ্দীপিত করতে পারে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement