ICC World Cup 2019

বল হাতে আমিও ভয়ঙ্কর হয়ে উঠতে পারি, সেমিফাইনালের আগে বললেন কোহালি

বিশ্বকাপ পৌঁছে গিয়েছে নক আউট পর্বে। ম্যাঞ্চেস্টারের সেমিফাইনালে ট্রেন্ট বোল্ট,কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে খোশ মেজাজে কোহালি।

Advertisement

সংবাদ সংস্থা

ম্যাঞ্চেস্টার শেষ আপডেট: ০৮ জুলাই ২০১৯ ২০:২৪
Share:

সাংবাদিক সম্মেলনে খোশ মেজাজে কোহালি। ছবি: রয়টার্স

শেষ চারে যে দল চাপ সামলাতে পারবে, সেই দলই জিতবে। সাংবাদিক বৈঠকে ভারত অধিনায়ক বিরাট কোহালি স্পষ্ট জানিয়ে দিলেন সেমিফাইনালে জয়ের মূলমন্ত্র।

Advertisement

বিশ্বকাপ পৌঁছে গিয়েছে নক আউট পর্বে। ম্যাঞ্চেস্টারের সেমিফাইনালে ট্রেন্ট বোল্ট, কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে খোশ মেজাজে কোহালি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি জানান, ‘‘আমি বল করতে পারি। বল হাতে ভয়ঙ্কর হয়ে উঠতে পারি।’’ ভুল কিছু বলেননি ভারত অধিনায়ক। ১১ বছর আগে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপে কোহালির অলরাউন্ড পারফরম্যান্সের জোরে ভারত সে যাত্রায় নিউজিল্যান্ডকে হারিয়েছিল সেমিফাইনালে। কিউয়ি অধিনায়ক কেন উইলিয়ামসনের মূল্যবান উইকেটটিও নিয়েছিলেন কোহালি। মঙ্গলবারের ম্যাঞ্চেস্টারে কোহালিকে বল হাতে দেখা যাবে কিনা, তা বলবে সময়।

শুধু বিরাট নন, এই দলের অনেকেই এগারো বছর আগের সেই ম্যাচে খেলেছিলেন। সেই প্রসঙ্গে কোহালি বলেন, ‘‘আমি কোনদিনও ভাবতে পারিনি এরকম কিছু ঘটবে। শুধু আমি কেন, ওই ম্যাচে খেলা কোনও ক্রিকেটারই ভাবেনি, তারা ফের মুখোমুখি হবে বিশ্বকাপের সেমিফাইনালে।’’

Advertisement

বিলেতের হাওয়া অফিস জানিয়েছে, মঙ্গলবার বৃষ্টি হতে পারে। ম্যাচ যদি ভেস্তে যায়, তা হলে রিজার্ভ ডে রেখেছে আইসিসি। গ্রুপ পর্বে এই রিজার্ভ ডে না রাখায় মোট চারটি ম্যাচ ভেস্তে গিয়েছিল। বৃষ্টিবিঘ্নিত ম্যাচে টস গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করে। ভারত অধিনায়ক বলছেন ‘‘টস ফ্যাক্টর হয়ে দাঁড়াবে না। যাই ঘটুক আমরা তৈরি। আমরা প্রতিটি ম্যাচেই চাপ অনুভব করি আবার সেই চাপ কাটিয়েও উঠি।’’

স্বপ্নের ফর্মে রয়েছেন রোহিত শর্মা। এক বিশ্বকাপে পাঁচটি শতরান করা হয়ে গিয়েছে তাঁর। কোহালি বলছেন, ‘‘রোহিত ধারাবাহিক ভাবে রান করে যাচ্ছে। মাঝের ওভারগুলো নিয়ন্ত্রণ করছে। তার ফলে হার্দিক, কেদার, এমএস এবং পন্থ নিজেদের খেলা খেলছে।’’ ধোনির মন্থর ব্যাটিং নিয়ে ক্রিকেট মহলে বিস্তর জলঘোলা হচ্ছে। ধোনি কবে অবসর নেবেন, তা নিয়েও চলছে প্রবল জল্পনা। সাংবাদিকদের বিরাট বলেন, “ধোনি আমাদের দলের জন্যে যা করেছে, তার জন্যে আমরা ওর কাছে কৃতজ্ঞ।’’ বিশ্বকাপের প্রথম দু’ সপ্তাহে নিউজিল্যান্ড পয়েন্ট তালিকায় এক নম্বরে ছিল। তার পরে টুর্নামেন্ট যত গড়িয়েছে কিউয়িদের ফর্ম পড়েছে। মঙ্গলবার অবশ্য নতুন দিন। নতুন লড়াই। কোহালি সাংবাদিকদের বলেন, ‘‘কেন উইলিয়ামসন এবং রস টেলর নিউজিল্যান্ডের সবথেকে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান। সবার আগে ওদের উইকেট দুটোই নিতে চাইব আমরা।’’

আরও পড়ুন: ম্যাঞ্চেস্টারে রোহিতদের পরীক্ষা নেবে নিউজিল্যান্ডের পেস ব্যাটারি

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement