আইএসএলে রবিবারের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে মুম্বই সিটি এফসি এবং বেঙ্গালুরু এফসি। দেখে নিন কোন কোন ফুটবলারদের দিকে নজর রাখবেন।
বলবন্ত সিংহ: দেশের অন্যতম সেরা স্ট্রাইকার বলবন্ত। মোহনবাগান এবং ভারতের জার্সি গায়ে বেশ কিছু নজরকাড়া গোল আছে এই ভারতীয় স্ট্রাইকারের। এই ম্যাচে মুম্বইয়ের অ্যাটাকিং লাইনের ভরসা হয়ে উঠতেই পারেন এই পঞ্জাব তনয়।
অবিনাশ রুইদাস: দেশের প্রতিশ্রুতিমান মিডিও অবিনাশ। মিডফিল্ডের পাশাপাশি আক্রমণে গিয়েও গোল তুলে আনতে সিদ্ধহস্ত বজবজের এই মিডফিল্ডার। মুম্বইয়ের মাঝমাঠের নিয়ন্ত্রণ অনেকটাই থাকবে অবিনাশের পায়ে।
সুনীল ছেত্রী: ভাইচুং ভুটিয়ার পর ভারতীয় দলের দায়িত্ব সুনীলের হাতেই। বহু ম্যাচে জাতীয় দলকে জয় এনে দিয়েছেন এই স্ট্রাইকার। আইএসএলের প্রথম ম্যাচে জয় পেতে বেঙ্গালুরুর মূল ভরসা এই সুনীলই।
রাহুল ভেকে: প্রধানত রাইট ব্যাকে খেললেও ওভারল্যাপে উঠে এসে গোল করার এবং প্রতিপক্ষের বক্সে গোলের ক্রস বাড়ানোর সহজাত দক্ষতা আছে ভেকের মধ্যে।
মিকু: আইএসএলে প্রথম খেলবেন ভেনেজুয়েলার এই স্ট্রাইকার। এর আগে খেলেছেন খেতাফে, ভ্যালেন্সিয়ার মতো দলে। বেঙ্গালুরুর প্রথম ম্যাচে তারকা হয়ে উঠতেই পারেন মিকু।