হৃদরোগে আক্রান্ত, হাসপাতালে ঘাউড়ি

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ভারতীয় বাঁ হাতি পেসার কার্সন ঘাউড়ি।

Advertisement
শেষ আপডেট: ০৬ জুন ২০১৬ ০৩:৪৩
Share:

হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হলেন প্রাক্তন ভারতীয় বাঁ হাতি পেসার কার্সন ঘাউড়ি। রবিবার ভোর চারটে নাগাদ কর্নাটকের শিমোগায় তিনি বুকে ব্যথা অনুভব করেন। সঙ্গে সঙ্গে তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অ্যাঞ্জিওপ্লাস্টি হয়। রবিবার রাতে চিকিৎসকরা জানান, তাঁর অবস্থা স্থিতিশীল। আগামী কয়েক দিন তাঁকে পর্যবেক্ষণে রাখা হবে। ঘাউড়ি একসম ভারতীয় দলের বোলিং বিভাগে ছিলেন কপিল দেবের সঙ্গী। ১৯৭৫ থেকে ১৯৮১-র মধ্যে ৩৯টি টেস্ট খেলেন তিনি। ১৯৭৫ ও ১৯৭৯ বিশ্বকাপে প্রথম এগারোতে ছিলেন। ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ে আসেন। বাংলার রঞ্জি দলের কোচ ছিলেন। বর্তমানে তিনি পশ্চিমাঞ্চল অনূর্ধ্ব-১৯ দলের দায়িত্বে রয়েছেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement