India vs Pakistan

বিশ্বকাপে ভারত ম্যাচের আলাদা গুরুত্ব নেই বাবরের কাছে, ট্রফি জিততে নামবেন পাকিস্তান অধিনায়ক

আগামী ১৫ অক্টোবর বিশ্বকাপে নামছে ভারত-পাকিস্তান। সেই ম্যাচ নিয়ে এখন থেকেই তৈরি হয়েছে উত্তেজনা। বাবর আজম অবশ্য পরিষ্কার জানিয়ে দিলেন, ভারতের বিরুদ্ধে জয়ের বদলে বিশ্বকাপ নিয়ে ভাবছেন তাঁরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ০৬ জুলাই ২০২৩ ২২:১৪
Share:

বাবর আজম। — ফাইল চিত্র

আগামী ১৫ অক্টোবর বিশ্বকাপে ভারত-পাকিস্তান ম্যাচ। তা নিয়ে এখন থেকেই তৈরি হয়েছে উত্তেজনা। অনেকেই অনেক কথা বলেছেন। এই প্রথম সেই ম্যাচ নিয়ে প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানের অধিনায়ক বাবর আজমকে। কিন্তু আলাদা করে সেই ম্যাচ নিয়ে ভাবতে রাজি নন বাবর। তিনি বেশি গুরুত্ব দিচ্ছেন বিশ্বকাপ জেতার উপরেই।

Advertisement

শ্রীলঙ্কায় টেস্ট সিরিজ়‌ খেলতে যাচ্ছে পাকিস্তান। তার আগে সাংবাদিক বৈঠকে বিশ্বকাপের ভারত ম্যাচ প্রসঙ্গ ওঠে। বাবর বলেন, “বিশ্বকাপে ভারতের বিরুদ্ধে খেলা বা সেই ম্যাচে জেতা, এ সব নিয়ে আমরা একেবারেই ভাবছি না। ট্রফিটাই আমাদের আসল লক্ষ্য। সেই ট্রফি পেতে গেলে প্রতিটা ম্যাচে জিততে হবে। আমাদের সেই চেষ্টাই থাকবে। বিশ্বকাপ জিততে নামব। ভারতের মাটিতে ভারতকে হারাতে নয়।”

তবে পাকিস্তান আদৌ বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কিনা, তা নিয়ে গত কয়েক দিনে অনেক জলঘোলা হয়েছে। এক সময় পাকিস্তান বোর্ড ভারতে খেলতে না আসার কথা ভেবেছিল। তার পরে বলেছিল, ভারতে খেলতে এলেও আমদাবাদে খেলবে না। তাদের দাবি মানা হয়নি।

Advertisement

বাবর অবশ্য সে সবে বিন্দুমাত্র পাত্তা দিলেন না। তাঁর সাফ কথা, “যেখানেই বিশ্বকাপের ম্যাচ হবে, সেখানেই আমরা খেলতে রাজি। আমাদের সামনে চ্যালেঞ্জ হল বিশ্বকাপ জেতা। সেটা নিয়েই ভাবছি আমরা। কোথায় খেলতে হবে, তা নিয়ে ভাবছি না।” তিনি এ-ও জানিয়েছেন, এশিয়া কাপ এবং বিশ্বকাপ নিয়ে পাকিস্তানের ভাবনাচিন্তা অনেক আগেই শুরু হয়ে গিয়েছে। যেকোনও পরিস্থিতিতে যাতে তাঁরা খেলতে পারেন, তার জন্য নিজেদের তৈরি রাখছেন।

সম্প্রতি পাকিস্তান ক্রিকেট বোর্ডে নতুন সভাপতি হিসাবে দায়িত্বে এসেছেন জাকা আশরফ। খেলায় তার কোনও প্রভাব পড়বে না বলে আশ্বাস দিয়েছেন বাবর। তাঁর কথায়, “পিসিবি-তে কী হচ্ছে, তা নিয়ে আমরা ভাবিত নই। আমাদের নজর ক্রিকেটে। আমাদের কী কী ম্যাচ খেলতে হবে, সেটা আমরা জানি। পেশাদার ক্রিকেটার হিসাবে কী ভাবে ম্যাচ জেতা যায় সেটা নিয়েই ভাবছি।”

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement