শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ২১:৩৫
ফাইনালে ভারত
রাহুল ৪২ এবং জাডেজা ২ রানে অপরাজিত থাকলেন। ১১ বল বাকি থাকতে ৪ উইকেটে জয় ভারতের। অস্ট্রেলিয়ার ২৬৪ রানের জবাবে ভারত করল ৬ উইকেটে ২৬৭।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ২১:৩২
আউট হার্দিক
হার্দিককে (২৮) আউট করলেন এলিস। ভারত ২৫৯/৬।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ২১:২৬
৪৭ ওভারে ভারত ২৫৩/৫
ব্যাট করছেন রাহুল (৩৫) এবং হার্দিক (২৪)।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ২১:২০
৪৫ ওভারে ভারত ২৩৭/৫
ব্যাট করছেন রাহুল (৩২) এবং হার্দিক (১১)।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ২১:০৭
আউট কোহলি
কোহলিকে (৮৪) আউট করলেন জ়াম্পা। ভারত ২২৫/৫।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ২১:০৪
৪২ ওভারে ভারত ২১৭/৪
ব্যাট করছেন কোহলি (৮৩) এবং রাহুল (২৪)।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ২০:৫৩
৪০ ওভারে ভারত ২০০/৪
ব্যাট করছেন কোহলি (৮০) এবং রাহুল (১০)। জয়ের জন্য ৬০ বলে ৬৫ রান করতে হবে ভারতকে।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ২০:৩৬
৩৫ ওভারে ভারত ১৭৮/৪
অক্ষরকে (২৭) আউট করলেন এলিস। ৬৮ রানে অপরাজিত কোহলি। ৯০ বলে ৮৭ রান করতে হবে ভারতকে।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ২০:০৭
আউট শ্রেয়স
জ়াম্পার বলে উইকেট ছেড়ে খেলতে গিয়ে ব্যর্থ হলেন শ্রেয়স। বল ভেঙে দিল স্টাম্প। ৪৫ রানে ফিরলেন শ্রেয়স। ভারত হারাল তৃতীয় উইকেট।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ২০:০১
২৫ ওভারে ভারত ১৩১/২
ব্যাট করছেন কোহলি (৫০) এবং শ্রেয়স (৪৩)।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ১৯:৫২
২২ ওভারে ভারত ১১০/২
ব্যাট করছেন কোহলি (৩৮) এবং শ্রেয়স (৩৫)।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ১৯:৪৬
২০ ওভারে ভারত ১০৩/২
ব্যাট করছেন কোহলি (৩৪) এবং শ্রেয়স (৩১)।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ১৯:৩৬
১৮ ওভারে ভারত ৮৮/২
ব্যাট করছেন কোহলি (২৫) এবং শ্রেয়স (২৫)।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ১৯:৩০
১৬ ওভারে ভারত ৮২/২
ব্যাট করছেন কোহলি (২৩) এবং শ্রেয়স (২১)।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ১৯:২৩
১৪ ওভারে ভারত ৭১/২
ব্যাট করছেন কোহলি (১৬) এবং শ্রেয়স (১৭)।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ১৯:১৮
১২ ওভারে ভারত ৬১/২
ব্যাট করছেন কোহলি (১২) এবং শ্রেয়স (১১)।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ১৯:১২
১০ ওভারে ভারত ৫৫/২
ব্যাট করছেন কোহলি (৯) এবং শ্রেয়স (৮)।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ১৯:০৫
আউট রোহিত
রোহিতকে (২৮) আউট করলেন কনোলি। ভারত ৮ ওভারে ৪৩/২।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ১৮:৫৬
৬ ওভারে ভারত ৩৯/১
ব্যাট করছেন রোহিত (২৭) এবং কোহলি (২)।
শেষ আপডেট:
০৪ মার্চ ২০২৫ ১৮:৫২
আউট শুভমন
শুভমনকে (৮) আউট করলেন ডোয়ারশুইস। ভারত ৩০/১।