উইকেট নেওয়ার পর ভারতের দলের উচ্ছ্বাস। ছবি: পিটিআই।
মুম্বইয়ের মাঠে শ্রীলঙ্কার ব্যাটারদের তখন নাভিশ্বাস তুলছেন মহম্মদ শামিরা। একের পর এক ব্যাটার আসছেন এবং প্যাভিলিয়নের রাস্তা ধরছেন। গোটা ওয়াংখেড়ে জয়ধ্বনি দিচ্ছে রোহিত শর্মাদের জন্য। সেই সঙ্গে রোহিতদের জয়ের অপেক্ষা করছিলেন বাবর আজ়মেরাও।
পাকিস্তান এখন পাঁচ নম্বরে। সাত ম্যাচে ৬ পয়েন্ট পেয়েছে তারা। শ্রীলঙ্কা বৃহস্পতিবারের হারের পর সাত ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে রয়েছে। যদি মুম্বইয়ে শ্রীলঙ্কা জিতে যেত, তাহলে ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তানের সঙ্গে সমান পয়েন্ট হত তাদের। তাতে পাকিস্তানকে কঠিন লড়াইয়ের মুখে পড়তে হত। কিন্তু এখন পাকিস্তান কিছুটা স্বস্তি পাবে। নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়া পয়েন্ট নষ্ট করলে পাকিস্তানের আরও লাভ। সেই সঙ্গে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে রয়েছে আফগানিস্তানও। তাদের শুক্রবার ম্যাচ রয়েছে নেদারল্যান্ডসের বিরুদ্ধে। সেই ম্যাচে রশিদ খানেরা জিতলে পাকিস্তানকে টপকে পাঁচে উঠে আসবেন।
পাকিস্তানকে এখন সেমিফাইনালে উঠতে হলে নিজেদের দু’টি ম্যাচ জিততে হবে। সেই সঙ্গে অপেক্ষা করতে হবে নিউ জ়িল্যান্ড এবং অস্ট্রেলিয়ার হারের। এই দুই দলের এখন ৮ পয়েন্ট করে। পাকিস্তান চাইবে এই দুই দল এখানেই থেমে যাক অথবা ১০ পয়েন্টের বেশি না পাক। কারণ পাকিস্তানের ১০ পয়েন্টের বেশি পাবে না। পাকিস্তানের ম্যাচ বাকি নিউ জ়িল্যান্ডের বিরুদ্ধে। তাই বাবরেরা যদি কিউইদের হারিয়ে দেন, তাহলে সেমিফাইনালে ওঠার আশা অনেকটাই বেঁচে থাকবে তাঁদের।