মহেন্দ্র সিংহ ধোনির টিশার্টের এই সাঙ্কেতিক ভাষা নতুন জল্পনার জন্ম দিয়েছে। ছবি: এক্স (টুইটার)।
আইপিএলের প্রস্তুতি নিচে চেন্নাই পৌঁছে গেলেন মহেন্দ্র সিংহ ধোনি। বুধবার তাঁকে কালো টিশার্ট, ট্রাউজ়ার্স এবং রোদচশমা পরে বিমানবন্দর থেকে বেরোতে দেখা গিয়েছে। তাঁর টিশার্ট নতুন জল্পনা তৈরি করেছে। এ বারের আইপিএল খেলেই কি অবসর নেবেন ধোনি?
কিছু দিন আগে রাঁচীতে ব্যক্তিগত উদ্যোগে প্রস্তুতি শুরু করেন ধোনি। ঝাড়খণ্ড ক্রিকেট অ্যাসোসিয়েশনের ইন্ডোরে অনুশীলন করছিলেন। এ বার প্রাক্-মরসুম প্রস্তুতির জন্য চেন্নাই পৌঁছে গেলেন। এ দিনই শিবিরে পৌঁছে গিয়েছেন চেন্নাই অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড়, গুরজনপ্রীত সিংহ, আন্দ্রে সিদ্ধার্থের মতো ভারতীয় ক্রিকেটারেরা। দলের তিন জোরে বোলার খলিল আহমেদ, অনশুল কাম্বোজ এবং কমলেশ নাগরকোটিরা মঙ্গলবারই শিবিরে যোগ দিয়েছেন।
ধোনি শিবিরে পৌঁছলেও তাঁর টিশার্টের লেখা ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা। কালো টিশার্টের উপর সাদা রং দিয়ে সাঙ্কেতিক ভাষায় (মোর্স কোড, টেলিগ্রামে ব্যবহার করা হত) লেখা ছিল। যার অর্থ ‘শেষ বারের মতো’। তা হলে কি এ বার আইপিএল খেলেই অবসর নেবেন ধোনি? ভারতের প্রাক্তন অধিনায়ক অবসর নিয়ে মুখ খোলেননি কখনও। গত বার আইপিএলের সময়ও তাঁর অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। তখনও চুপ ছিলেন মাহি। এ বার চেন্নাই শিবিরে যোগ দেওয়ার আগে টিশার্টের সাঙ্কেতিক ভাষায় কি অবসরের ইঙ্গিত দিয়ে রাখলেন ৪৩ বছরের উইকেটরক্ষক-ব্যাটার?
ধোনি অবসর নেবেন কি না, তা তিনিই ঠিক করবেন। শেষ বার হলেও আগামী আইপিএলকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন তিনি। বয়সের কথা ভেবে খানিকটা হালকা ব্যাটে খেলার সিদ্ধান্ত নিয়েছেন। যে ক্রীড়াসরঞ্জাম প্রস্তুতকারী সংস্থা ধোনির জন্য ব্যাট তৈরি করে, তাদের জানিয়েছেন ঠিক কেমন ব্যাট চাই তাঁর। এত দিন ধোনির ব্যাটের ওজন হত ১২৫০ গ্রাম থেকে ১৩০০ গ্রাম। এ বার তিনি হুবহু একই আকারের ব্যাট নিয়ে খেলবেন, তবে তার ওজন হবে ১২৩০ গ্রাম। প্রাথমিক ভাবে ধোনিকে ১২৩০ গ্রাম ওজনের চারটি ব্যাট তৈরি করে পাঠিয়েছে সংশ্লিষ্ট সংস্থাটি। তিনি সবুজ সঙ্কেত দিলে বাকি ব্যাটগুলিও পাঠানো হবে।