বুট ক্যাম্প অনুশীলন করালেন লক্ষ্মী। —ফাইল চিত্র
লক্ষ্মীরতন শুক্লর প্রশিক্ষণে অনুশীলন চলছে বাংলা দলে। বাংলার নতুন কোচ বলে দিয়েছিলেন দলকে রোদের মধ্যেই অনুশীলন করাবেন। সেটাই দেখা যাচ্ছে ইডেনে। স্টেডিয়ামে পিঠে ট্রাকের টায়ার নিয়ে ডন বৈঠক দিতে দেখা গেল অনুষ্টুপ মজুমদারকে। বুট ক্যাম্পে আরও নানা ধরনের অনুশীলন করলেন বাংলা দলের ক্রিকেটাররা।
ক্রিকেটারদের এক পায়ের উপর দাঁড়িয়ে ক্যাচ নিতে দেখা গেল। কখনও দেখা গেল দর্শকাসনের দিকে পিঠ রেখে দু’হাতে ভর দিয়ে ওঠবোস করতে। ক্রিকেটারদের শারীরিক ক্ষমতা বাড়ানোর জন্যই এই ধরনের অনুশীলন করাচ্ছেন লক্ষ্মী। বাংলার কোচ বলেন, “দিনের শেষে মাঠে নেমে রোদের মধ্যেই খেলতে হবে। তাই ঠান্ডা ঘরে অনুশীলন করে লাভ নেই। রোদের মধ্যেই অনুশীলন করতে হবে।”
ইডেনে বেশ কিছু দিন ধরেই অনুশীলন করছে বাংলা। এক সপ্তাহের জন্য দলের সঙ্গে ছিলেন ব্যাটিং কোচ ডব্লিউভি রমন। তিনি নেটে অনুশীলন করিয়েছেন দলকে।