ভারতের বিরুদ্ধে খেলতে নামার আগে অতীত নিয়ে ভাবছে না অস্ট্রেলিয়া। প্যাট কামিন্সের মুখে বর্তমানের কথা। —ফাইল চিত্র
১৯ বছর ধরে ভারতের মাটিতে টেস্ট সিরিজ় জিততে পারেনি অস্ট্রেলিয়া। এ বারের সিরিজ় তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। কারণ, এই সিরিজ়ের উপরেই নির্ভর করছে, বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দুই দল খেলবে। নাগপুরে ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে নামার আগের দিন অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স জানালেন, তাঁরা অতীতের বোঝা বয়ে বেড়ান না।
বৃহস্পতিবার থেকে নাগপুরে শুরু প্রথম টেস্ট। তার আগে কামিন্স জানিয়েছেন, তাঁদের এ বারের দল অন্য সব দলের থেকে আলাদা। কামিন্স বলেছেন, ‘‘অতীতে যে সব দল ভারতে খেলেছে তাদের থেকে এই দল অনেক আলাদা। আমরা যেমন অতীতের জয়ের কথা মনে রাখি না, তেমনই অতীতের হারের বোঝাও বয়ে বেড়াই না। আমরা বর্তমান নিয়ে বাঁচি।’’
ভারতে সিরিজ় জয় যে মোটেই সহজ হবে না তা ভাল করেই জানেন কামিন্স। কিন্তু নিজেদের সেরাটা দেওয়ার জন্য মুখিয়ে আছেন তাঁরা। কামিন্স বলেছেন, ‘‘ভারত খুব ভাল দল। নিজের দেশে তারা আরও শক্তিশালী। কিন্তু আমরাও লড়াইয়ের জন্য তৈরি। নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।’’
নাগপুরে খেলা শুরুর আগেই সেখানকার পিচ নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যমের অভিযোগ, বাঁ হাতি ব্যাটারদের সামনের এলাকায় পিচ শুকনো রাখা হয়েছে, যাতে বল ঘুরতে পারে। এই বিষয়ে মুখ খুলেছেন কামিন্সও। তবে সেই বিষয় নিয়ে অত বেশি ভাবতে চান না দলের অধিনায়ক। কামিন্স বলেছেন, ‘‘আমরা দেখেছি পিচে বাঁ হাতি ব্যাটারদের সামনের এলাকা শুকনো রাখা হয়েছে। তাতে হয়তো বাঁ হাতি ব্যাটারদের খেলতে একটু অসুবিধা হবে। কিন্তু সেটা আমাদের ভাবলে হবে না। আমাদের খেলার দিকে মন দিতে হবে।’’
বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলতে হলে ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজ় অন্তত পক্ষে ড্র করতে হবে অস্ট্রেলিয়াকে। তবে ড্রয়ের কথা ভাবছেন না কামিন্সরা। তাঁরা ভাবছেন জয়ের কথা। সেই লক্ষ্যেই খেলতে নামবেন কামিন্সরা।