- আইওসি-র প্রেসিডেন্ট টমাস বাখ।—ছবি রয়টার্স।
করোনাভাইরাসের আক্রমণের জেরে ইতিমধ্যেই এক বছর পিছিয়ে গিয়েছে টোকিয়ো অলিম্পিক্স। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে এখন সব চেয়ে বড় চ্যালেঞ্জ, সুষ্ঠু ভাবে পরের বছর অলিম্পিক্সের আয়োজন করা। যে লড়াইয়ে আইওসি পাশে পাচ্ছে ভারতকে।
আইওসি-র প্রেসিডেন্ট টমাস বাখ একটি চিঠি পাঠিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে। ১ এপ্রিলের তারিখ দেওয়া ওই চিঠিতে টোকিয়ো অলিম্পিক্সকে সব রকম ভাবে সাহায্য করার জন্য মোদীকে ধন্যবাদ দিয়ে বাখ লিখেছেন, ‘‘যে ভাবে টোকিয়ো অলিম্পিক্সের পাশে দাঁড়িয়েছেন আপনি, তার জন্য আমি বিশেষ ভাবে কৃতজ্ঞ। কোভিড-১৯ ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের জন্য আপনি আইওসি-র ভূমিকার কথাও উল্লেখ করেছেন জি-২০ নেতৃত্বের শীর্ষ বৈঠকে।’’ একটা সময় টোকিয়ো অলিম্পিক্স পিছোতে না চাইলেও শেষ পর্যন্ত মত বদল করতে বাধ্য হয় আইওসি। অলিম্পিক্স পিছিয়ে নিয়ে যায় ২০২১ সালের জুলাই মাসে। করোনা অতিমারি সত্ত্বেও জাপান যে অলিম্পিক্সের দায়িত্ব সামলাতে তৈরি, তা বারবার বলেছেন বাখ।