এশিয়া কাপে ব্যর্থতার কারণ খুঁজতে তদন্ত কমিটি গঠন করা হয়েছিল আগেই। এ বার টি-টোয়েন্টি বিশ্বকাপে হতাশজনক পারফরর্ম্যান্সের পিছনে টিমের মধ্যে কোনও দলবাজি কাজ করছে কি না তা জানতে সেই কমিটিকেই দায়িত্ব দিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। পিসিবি-এর বিশ্বস্ত সূত্র জানিয়েছে, বিশ্বকাপ খেলে শহিদ আফ্রিদির টিম দেশে ফিরলেই কোচ ওয়াকার ইউনিস, ম্যানেজার ইন্তিখাব আলম এবং অধিনায়কের সঙ্গে আলাদা করে কথা বলবে পাক বোর্ড নিযুক্ত এই কমিটি। শুধু এই তিন জনই নন, কমিটির সদস্যরা কথা বলবেন সাপোর্ট স্টাফ, সিকিউরিটি ম্যানেজার এবং ব্যাটিং কোচ গ্রান্ট ফ্লাওয়ারের সঙ্গে। ডাকা হতে পারে টিমের কয়েক জন সিনিয়র ক্রিকেটারকেও।
জানা গিয়েছে, নিউজিল্যান্ডের কাছে পাক টিমের হারের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে পিসিবি-র তরফে। পাক বোর্ড তাদের বিশ্বস্ত সূত্র মারফত নাকি জানতে পেরেছে, টিমের মধ্যে দলবাজি কাজ করছে। যার জেরে কিছু ক্রিকেটার টিমের হয়ে পারফর্ম করার চেয়েও বেশি মনোযোগ দিচ্ছে নিজের রান বাড়িয়ে নেওয়ার দিকে। আর সেখান থেকেই নাকি পাক টিমে পারফরম্যান্স পতন।
তাৎপর্যপূর্ণ ব্যাপার এটাই যে দিন দু’য়েক আগে পিসিবি চেয়ারম্যান শাহরিয়ার খান জানিয়েছিলেন, টিমের সকলেই দেশের জন্য এককাট্টা। পাক টিমে কোনও দলবাজি নেই। তার পর ৪৮ ঘণ্টা কাটতে না কাটতেই ফের পাক বোর্ডের এই ডিগবাজি প্রসঙ্গে অবাক পাক মিডিয়াও।
পাক বোর্ড নিযুক্ত এই কমিটিতে রয়েছেন টেস্ট ক্যাপ্টেন মিসবা উল হক, ইউনিস খান, পিসিবি-র চিফ অপারেটিং অফিসার শুভান আহমেদ, প্রাক্তন স্পিনার কাশিম ইকবাল এবং গভর্নিং বোর্ডের সদস্য শাকিল শেখ।