সুস্থ লারা ফিরলেন হোটেলে

হাসপাতালের একটি সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তাঁকে চিকিৎসকেরা হোটেলে ফিরে যাওয়ার অনুমতি দেন। লারা এই মুহূর্তে ভারতে আছেন বিশ্বকাপ ক্রিকেটের বিশেষজ্ঞ বিশ্লেষকের কাজ করতে। 

Advertisement

নিজস্ব প্রতিবেদন

শেষ আপডেট: ২৭ জুন ২০১৯ ০৪:৩২
Share:

স্বস্তি: ব্রায়ান লারাকে নিয়ে উদ্বেগ কাটল ক্রিকেট বিশ্বের। ফাইল চিত্র

মুম্বইয়ে জিম করার সময় বুকে ব্যথা হওয়ায় মঙ্গলবার হাসপাতালে ভর্তি করতে হয় ব্রায়ান লারাকে। তবে ২৪ ঘণ্টার মধ্যেই সম্পূর্ণ সুস্থ হয়ে ছাড়া পেয়ে গেলেন কিংবদন্তি ক্যারিবিয়ান ব্যাটসম্যান।

Advertisement

হাসপাতালের একটি সূত্র সংবাদ সংস্থাকে জানিয়েছে, বুধবার দুপুর সাড়ে বারোটা নাগাদ তাঁকে চিকিৎসকেরা হোটেলে ফিরে যাওয়ার অনুমতি দেন। লারা এই মুহূর্তে ভারতে আছেন বিশ্বকাপ ক্রিকেটের বিশেষজ্ঞ বিশ্লেষকের কাজ করতে।

শেষ কয়েক দিন অবশ্য শুটিং ছিল না প্রাক্তন ক্যারিবিয়ান তারকার। হাসপাতালে কেন তাঁকে ভর্তি হতে হল সেটা নিজেই টুইট করেছিলেন। লারার কথায়, ‘‘হতে পারে জিমে একটু বেশি সময় কাটিয়ে ফেলেছিলাম। তখনই বুকে ব্যথা হয়। ভাবলাম ডাক্তার দেখিয়ে নেওয়া ভাল।’’ চিকিৎসকের পরামার্শ নিতে গিয়েই হাসপাতালে ভর্তি হতে হয় তাঁকে। মঙ্গলবার সারাদিন তাঁর প্রচুর মেডিক্যাল পরীক্ষাও হয়। এমনিতে দু’বছর আগেই লারার হৃদরোগ ধরা পড়ে। তখন তাঁকে অ্যাঞ্জিওপ্লাস্টি করতে হয়েছিল।

Advertisement

মঙ্গলবার সন্ধেয় টুইট করে তিনি জানান, আর বুকে ব্যথা নেই। হোটেলে ফেরার অপেক্ষায় আছেন। রাতে হাসাপাতালের বেডে শুয়ে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ম্যাচও দেখেন এবং মজা করে টুইট করেন, ‘‘কে না জানে, আমি ইংল্যান্ডের বিরাট কোনও ভক্ত নই। আশা করি অস্ট্রেলিয়া ওদের বেশি রান করতে দেবে না।’’ বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ব্যাটসম্যান লারা ওয়েস্ট ইন্ডিজের হয়ে ১৩১টি টেস্ট খেলে রান করেছেন ১১,৯৫৩। গড় ৫২.৮৯। আর ২৯৯টি ওয়ান ডে খেলে তাঁর রান ১০,৪০৫। গড় ৪০.১৭।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement