দেশের জার্সিতে ব্র্যাড হজ। —ফাইল চিত্র।
সব রকমের ক্রিকেট থেকে অবসর নিলেন ব্র্যাড হজ। শারীরিক সমস্যার জন্যই এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। ৪৩ বছরের হজ এই মুহূর্তে খেলছিলেন বিগ ব্যাশ লিগে। এটাই তাঁর শেষ টুর্নামেন্ট বলে জানিয়েছেন তিনি।
বিগ ব্যাশ লিগে অস্ট্রেলিয়ান এই তারকা ক্রিকেটার খেলছেন মেলবোর্ন রেনেগেডসের হয়ে। কিন্তু পুরো টুর্নামেন্টে খেলতে পারছেন না তিনি। অ্যাপেন্ডিসাইটিসের সমস্যার জন্যই তাঁকে সরে দাঁড়াতে হচ্ছে। দেশের হয়ে ছ’টি টেস্ট, ২৫টি ওয়ান ডে ও ১৫টি টি২০ ম্যাচ খেলেছেন ব্র্যাড হজ। ২৫ বছরের ডোমেস্টিক ক্রিকেটে সব ফর্ম্যাট মিলে তাঁর মোট রান ৩৩ হাজারের উপর।
এই মুহূর্তে হাসপাতালে রয়েছেন তিনি। তাঁর অ্যাপেন্ডিসাইটিসের অস্ত্রোপচার হয়েছে। এবং সেটাই ক্রিটিক্যাল হয়ে গিয়েছিল। তিনি বলেন, ‘‘এটাই আমার কেরিয়ারের শেষ। মেলবোর্ন ক্লাবের হয়ে ফাইনালটা খেলেই শেষ করব।’’
আরও পড়ুন
অনেক রাস্তা বাকি বলছেন কোহালি