আকর্ষণ: গ্যালারি থেকে দলকে উৎসাহ দিচ্ছেন অভিষেক বচ্চন। নিজস্ব চিত্র
প্রো-কবাডি লিগের কলকাতা পর্ব শুরু হওয়ার সময়ে লিগ তালিকায় চার নম্বরে ছিল তাঁর দল। লিগে বাংলার দল সেই বেঙ্গল ওয়ারিয়র্সের কোচ বি সি রমেশ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে খেলা শুরুর সময়ে বলেছিলেন, ‘‘ঘরের স্টেডিয়ামে অপরাজিত থেকে লিগ তালিকায় আরও উপরে উঠতে চাই।’’
বৃহস্পতিবারেই শেষ হল প্রো-কবাডি লিগের কলকাতা পর্ব। এই ম্যাচের আগে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে হাজির ছিলেন বলিউড অভিনেতা অভিষেক বচ্চন। কিন্তু পটনা পাইরেটসের বিরুদ্ধে লড়াই করেও ৩৩-৩৬ হারল তাঁর দল জয়পুর পিঙ্ক প্যান্থার্স। তাই হতাশ মনে ম্যাচ শেষে দ্রুত স্টেডিয়াম ছাড়েন তিনি। কিন্তু কথা রেখেছেন বঙ্গযোদ্ধাদের কোচ রমেশ। কলকাতা পর্ব তিনি শেষ করলেন অপরাজিত ভাবেই। এ দিন গত বছরের চ্যাম্পিয়ন বেঙ্গালুরু বুলসকে তাঁরা হারালেন ৪২-৪০। ফলে ১৬ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে লিগ তালিকায় দ্বিতীয় স্থানে রইল বেঙ্গল ওয়ারিয়র্স। তাদের চেয়ে এক পয়েন্টে এগিয়ে দাবাং দিল্লি। বঙ্গযোদ্ধাদের ম্যাচের নায়ক মনিন্দর সিংহ। তিনি তুলে আনলেন ১৭ ‘রেইড পয়েন্ট’।
কলকাতা পর্ব শুরু হওয়ার আগে শেষ মুহূর্তে পয়েন্ট হাতছাড়া হওয়ায় চিন্তায় ছিলেন বঙ্গযোদ্ধাদের কোচ। কিন্তু কলকাতায় সেই দুর্বলতা উধাও। এ দিনও খেলা শেষ হওয়ার দু’মিনিট আগে দু’দলের পয়েন্ট সমান হয়ে গিয়েছিল। কিন্তু শেষ মিনিটে জোড়া ট্যাকল পয়েন্টেই ম্যাচ জিতে নেন বঙ্গযোদ্ধারা।