প্রতীকী ছবি।
সংযুক্তিকরণের পরে আজ, শুক্রবার দুপুরে প্রথমবার বৈঠকে বসছেন এটিকে-মোহনবাগানের কর্তারা। করোনা অতিমারির জেরে ভিডিয়ো কনফারেন্সের মাধ্যমেই ভবিষ্যতের রূপরেখা প্রস্তুত করবেন তাঁরা। থাকবেন প্রাক্তন ভারত অধিনায়ক ও বোর্ড প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায়ও।
আইএসএল চ্যাম্পিয়ন এটিকে ও আই লিগজয়ী মোহনবাগান গাঁটছড়া বাঁধার পরেই জল্পনা শুরু হয়, নতুন ক্লাবের নাম, জার্সির রং ও প্রতীক কী হবে তা নিয়ে। শুক্রবারের বৈঠকে এই তিনটি বিষয় নিয়েই মূলত আলোচনা হবে। মোহনবাগান সমর্থকদের আবেগের কথা মাথায় রেখে ঘরের মাঠে সবুজ-মেরুন জার্সি পরেই রয় কৃষ্ণদের খেলার সম্ভাবনা প্রবল বলে সূত্রের খবর। বাইরের মাঠে তাঁরা খেলতে পারেন এটিকের লাল-সাদা জার্সি পরে। নতুন ক্লাবের নাম কী হবে? আশি শতাংশ মালিকানা এটিকের। বাকি কুড়ি শতাংশের অংশীদার মোহনবাগান। ওয়াকিবহাল মহলের মতে, এটিকে-মোহনবাগান নাম হওয়ার সম্ভাবনা রয়েছে।
অতীতে এটিকের চেয়ে অনেক কম অংশীদারিত্ব থাকা সংস্থার নামও মোহনবাগান বা ইস্টবেঙ্গলের আগে বসেছে। তাই অনেকেরই মনে হচ্ছে, এ বারে এটিকে-মোহনবাগান নাম হলে অবাক হওয়ার থাকবে না। নতুন ক্লাবের প্রতীক নিয়েও চর্চা তুঙ্গে। মোহনবাগানের প্রতীক পালতোলা নৌকো। এটিকের বাঘ। সূত্রের খবর, নতুন ক্লাবের জার্সিতে দু’টো প্রতীকই রাখা হতে পারে।