সোমবার জিতে লিগ টেবলে তিনে উঠে এল আর্সেনাল। ছবি: এএফপি।
আর্সেনাল ২ • নিউ ক্যাসল ০
মরসুম শেষ হলেই তিনি চলে যাবেন জুভেন্তাসে। পরের বার তাঁকে দেখা যাবে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পাশে। অ্যারন রামসে অবশ্য আর্সেনালে শেষ মরসুমে নিজের কাজটা ঠিকঠাক করে যাচ্ছেন। সোমবারও গোল করলেন নিউ ক্যাসলের বিরুদ্ধে। আর্সেনাল জিতল ২-০। প্রথমার্ধে রামসের গোল, দ্বিতীয়ার্ধে আলেজান্দ্রে লাকাজ়েতের।
গানার্সে উনাই এমেরি জমানা ক্রমশ উজ্জ্বল হচ্ছে। সোমবার জিতে লিগ টেবলে তিনে উঠে এল আর্সেনাল। টটেনহ্যামকে ২ পয়েন্ট পিছনে ফেলে। ২০১৭-র এপ্রিলের পরে লিগে এত ভাল জায়গায় যায়নি আর্সেনাল। বিশ্লেষকেরা বলছেন, ওয়েঙ্গারের পরে দলটার খেলা আমূল পাল্টে দিয়েছেন স্প্যানিশ কোচ।
এ হেন সাফল্যে এমেরি আপ্লুত না হলেও আত্মবিশ্বাসী। তাঁর কথা, ‘‘নিজেদের মতো করে ইতিহাস গড়েছি। তবে আসল লক্ষ্য প্রথম চারে শেষ করা।’’ ওয়েঙ্গার জমানায় শেষ বার প্রিমিয়ার লিগে আর্সেনাল পেয়েছিল ৬৩ পয়েন্ট। এ বার সাত ম্যাচ বাকি থাকতেই সেই পয়েন্ট তুলে ফেলল। টেবলে প্রথম চারে থাকলে পরের বার সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলবে গানার্স। এমেরি অবশ্য বলছেন, ‘‘কাজটা কঠিন। টটেনহ্যাম, চেলসি, ম্যাঞ্চেস্টার ইউনাইটেডও কিন্তু এখন প্রায় সব ম্যাচ জিতছে।’’