‘আগ্রাসী মনোভাব শটের ধার বাড়িয়েছে’

দীপা কর্মকারের পর এ বার সাইনা নেহওয়াল! সদ্য অস্ট্রেলীয় ওপেন সুপার সিরিজ জয়ী তারকার মোবাইল ফোন আপাতত নিজের কাছে জমা রেখেছেন তাঁর বাবা হরবীর সিংহ।

Advertisement

স্বপন সরকার

নয়াদিল্লি শেষ আপডেট: ১৬ জুন ২০১৬ ১০:০৮
Share:

দীপা কর্মকারের পর এ বার সাইনা নেহওয়াল!

Advertisement

সদ্য অস্ট্রেলীয় ওপেন সুপার সিরিজ জয়ী তারকার মোবাইল ফোন আপাতত নিজের কাছে জমা রেখেছেন তাঁর বাবা হরবীর সিংহ। যাতে মেয়ের মনঃসংযোগ নষ্ট হয়ে রিওর প্রস্তুতিতে ব্যাঘাত না ঘটে।

অস্ট্রেলীয় ওপেন জেতার পর থেকেই সাইনার ফোন নাকি নিজের কাছে রেখে দিয়েছেন হরবীর। এ দিন তাঁর সঙ্গে হায়দরাবাদে যোগাযোগ করা হলে সাইনার বাবা বললেন, ‘‘সিডনি থেকে ফিরে একবেলাও বাড়িতে থাকতে পারেনি সাইনা। স্পনসরদের নানা কাজে ব্যস্ত। ওর মা তো মেয়েকে নিজের হাতে রেঁধে খাওয়ানোর সুযোগ পর্যন্ত পাচ্ছে না।’’ এ দিকে মেয়ের ফোন প্রায় অবিরাম বাজছে। যা সামাল দিতে হচ্ছে বাবাকেই। বলছিলেন, গত ডিসেম্বরে ডান পায়ের গোড়ালির চোট এতটাই ভুগিয়েছিল যে সাইনার মনোবলে নাকি চিড় ধরে গিয়েছিল। হরবীরের কথায়, ‘‘ফেব্রুয়ারি পর্যন্ত চোটে কাহিল ছিল। তার পর ক’মাস বেঙ্গালুরুতে ওর কোচ বিমল কুমারের কাছে রিহ্যাব করে কোর্টে ফেরে। ওই সময় মেয়েটা খুব মুষড়ে পড়েছিল। তাই রিওর আগে অস্ট্রেলিয়ান ওপেন জয় ওর জন্য টনিকের মতো হল।’’

Advertisement

কথা বলার ফাঁকেই বাড়ি ফিরলেন সাইনা। বাবার ফোন থেকেই বললেন ‘‘এই ট্রফিটা জেতা খুব জরুরি ছিল। চোট সারিয়ে ফিরে রাতচানক ইন্তানন, ইহান ওয়াংয়ের মতো সেরাদের হারাতে পেরে মনোবল অনেকটা বেড়ে গিয়েছে।’’ রিওর আগে ফর্ম ফিরে পেয়ে দারুণ খুশি বিশ্বের প্রাক্তন এক নম্বর। সাইনা নিজেই বললেন, ‘‘আমি আরও খুশি কারণ ইন্ডিয়ান ওপেন জেতার পর মাত্র দু’টি ফাইনালে খেলেছিলাম। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ ও চিন ওপেন। তার পর থেকে গোড়ালির চোটে ভুগেছি। ওই চোট সারিয়ে ফিরে দ্বিতীয় বার অস্ট্রেলিয়ান ওপেন জিততে পারা তাই জীবনের আর একটা বড় টার্নিং পয়েন্ট।’’

আর বিরাট কোহালির মতো আগ্রাসী হয়ে উঠতে চাওয়া নিয়ে বললেন ‘‘আসলে ফাইনালে সুন ইউয়ের বিরুদ্ধে শুরু থেকেই আগ্রাসী খেলে সুফল পেয়েছি। এই আগ্রাসনটা আগামী দিনে ধরে রাখতে চাই। ক্যারোলিনা মারিনও খুব আক্রমণাত্মক খেলে। রিওয় এদের সঙ্গে টক্কর দিতে বিরাট কোহালির আগ্রাসনটা কাজে দেবে। আমি দেখলাম, অ্যাগ্রেসিভ খেলে আমার কোর্টের মুভমেন্টে অনেক উন্নতি হয়েছে। শটের জোর আর ধার বেড়েছে। আত্মবিশ্বাসও বেড়েছে।’’

আপাতত নিজের শহর হায়দরাবাদে মোট ষোলোটি বিজ্ঞাপন সংস্থার হয়ে শ্যুটিংয়ে ব্যস্ত ভারতের এক নম্বর ব্যাডমিন্টন তারকা। বৃহস্পতি বা শুক্রবার সাইনা বেঙ্গালুরু ফিরে যাচ্ছেন। সেখানে নিজের প্র্যাকটিস পার্টনার উমিদ রানার সঙ্গে অনুশীলন করবেন। অস্ট্রেলিয়া যাওয়ার আগেও উমিদ রানার সঙ্গেই ঘণ্টার পর ঘণ্টা অনুশীলন করে তৈরি হয়ে ছিলেন। রিওর প্রস্তুতি সেই রাস্তাতেই হবে বলে জানিয়ে দিলেন এ দিন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement