ইডেনে রবিবার শুধু ওয়েস্ট ইন্ডিজ নির্বাচক হিসেবে ক্লাইভ লয়েড থাকছেন না, থাকছেন তাঁর ছেলে জেসনও। ক্রিকেটার হিসেবে শুরু করেও যাঁর ক্রিকেটার হওয়া আর হয়নি।
এক দুর্ঘটনায়।
ওয়েস্ট ইন্ডিজে নয়, জেসন থাকেন ম্যাঞ্চেস্টারে। মিডিয়াম পেস বল করতেন, ব্যাটের হাতটাও মন্দ ছিল না। ইংল্যান্ডের অনূর্ধ্ব-১৫ টিমেও ছিলেন। কিন্তু এক দুর্ঘটনায় পড়ে যাঁকে শুধু ক্রিকেট ছেড়ে দিতে হয়নি, পক্ষাঘাতেও আক্রান্ত হয়ে শয্যাশায়ী থাকতে হয়েছে দেড় বছর। শনিবার ইডেনে দাঁড়িয়ে ছাব্বিশ বছরের জেসন বলছিলেন, ‘‘ভয়াবহ ছিল সময়টা। ক্রিকেট খেলতাম। ক্রিকেটার হওয়ার স্বপ্নও দেখতাম। কিন্তু সব ছেড়ে দিতে হল। বাবাও খুব ভেঙে পড়েছিলেন তখন।’’ বাবা ক্লাইভের মুখে শুনেছেন, ইডেন নিয়ে নানা গল্প। বলছিলেন, ‘‘ইডেন নিয়ে অনেক শুনেছি। এত দূর এসেছি একটাই কারণে। ইডেনে আমাদের দেশের গর্বের মুহূর্ত যদি দেখতে পাই, যদি চ্যাম্পিয়ন হই আমরা, তার চেয়ে ভাল আর কিছু হতে পারে না।’’