বৃষ্টির জেরে ভেস্তে গেল ভারত-ওয়েস্ট ইন্ডিজ চতুর্থ টেস্টের দ্বিতীয় দিন। বৃহস্পতিবার মাত্র ২২ ওভার খেলার পরে যে খেলা বন্ধ হয়, সেটা দ্বিতীয় দিনেও শুরু হল না। টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু প্রথম দিন ৬২-২ রানেই থেমে যায় খেলা। বৃষ্টির জন্য। আর শুক্রবার পরিস্থিতি এতটাই খাপার হয়ে যায়, খেলা শুরুর সুযোগই হয়নি। ক্রিজে এখন খেলছেন ক্রেগ ব্রেথওয়েথ (৩২) ও স্যামুয়েলস (৪)। ভারতের হয়ে দু’টি উইকেট নিয়েছেন অশ্বিন ও ইশান্ত শর্মা। তবে খেলা বন্ধ থাকায় এ দিন ভারতীয় ক্রিকেটাররা তাঁদের পুরো মনোযোগ দিয়েছিলেন অলিম্পিক্সে। বিশেষ করে সিন্ধুর ফাইনাল ম্যাচের দিকে। সিন্ধু সোনার পদক না জিতলেও, ভারতের হয়ে রিওতে প্রথম রুপো জেতায় শুভেচ্ছার বন্যা বইয়ে দেন বিরাট থেকে অশ্বিন।