সুন্দর পিচাই
প্রতিশ্রুতি রাখলেন পিচাই। ভারতে গুগ্লের কাজকর্মের পরিধি অনেকটাই বাড়াচ্ছে গুগ্ল। বুধবার নয়াদিল্লিতে এই কথা ঘোষণা করলেন গুগ্লের প্রধান সুন্দর পিচাই।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্প্রতি আমেরিকা সফরের সময়ে সিলিকন ভ্যালিতে গিয়েছিলেন। সেখানে ফেসবুকের পাশাপাশি গুগ্লের সদর দফতরেও যান মোদী। সেই সফরে মোদীকে বেশ কিছু প্রতিশ্রুতি দিয়েছিলেন গুগ্লের প্রধান। এ দিন সেই প্রতিশ্রুতিগুলি রূপায়ণের কথা জানালেন পিচাই। যেমন, ১০০টি রেলস্টেশনে রেল-ওয়ার ওয়াই-ফাই ইন্টারনেটের পরিষেবা দেবে গুগ্ল। মুম্বই সেন্ট্রাল স্টেশন থেকে সেই পরিষেবার সূচনা হবে। ২০১৬-এর মধ্যে ১০০টি স্টেশনে এই পরিষেবা দেবে গুগ্ল।
গুগ্ল-এর ‘লুন’ পরিকল্পনা জন্য ভারতকেও বেছে নেওয়া হবে। এই পরিকল্পনায় বেলুনের মাধ্যমে ইন্টারনেট পরিষেবা দেওয়ার কথা। তা ছাড়া ‘টাটা ট্রাস্ট’-এর সঙ্গে যৌথ ভাবে গ্রামের মহিলাদের মধ্যে ইন্টারনেট বাইক পরিষেবার প্রসার ঘটাবে গুগ্ল। এখন এক হাজার গ্রামে এই পরিষেবা পাওয়া যায়। তিন বছরের মধ্যে প্রায় তিন লক্ষ গ্রামে এই পরিষেবা পৌঁছে দেবে গুগ্ল।
ভারতের শিক্ষা ক্ষেত্রের দিকেও গুগ্লের নজর আছে বলে পিচাই জানিয়েছেন। হায়দরাবাদে নিজেদের ক্যাম্পাসের বড়সড় সম্প্রসারণের কাজ শুরু করবে গুগ্ল। সেই ক্যাম্পাসে ধাপে ধাপে ২০ লক্ষ নতুন অ্যানড্রয়েড ডেভলপারকে প্রশিক্ষণ দেওয়ার কথা জানান পিচাই। এর জন্য ৩০টিরও বেশি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যোগাযোগ করছে গুগ্ল।
একই সঙ্গে ভারতের ধীরগতির ইন্টারনেটের কথা মনে রেখে বাজারে আসুস-এর ক্রোমবাইট নিয়ে আসার কথা জানিয়েছে গুগ্ল। কোনও মনিটরে ক্রোমবাইট লাগিয়ে দিলে তা পূর্ণাঙ্গ কম্পিউটারের মতো কাজ করতে থাকবে। পাশাপাশি ক্রিকেটপ্রেমীদের জন্য তাৎক্ষণিক স্কোর ও ভিডিও হাইলাইটসের ব্যবস্থাও করবে গুগ্ল।