হিরোশিমায় যেখানে পরমাণু বোমা ফেলা হয় সেখান থেকে মাত্র ২০০ মিটার দূরে থাকলেও আশ্চর্যজনক ভাবে বেঁচে যান সুতোমু ইয়ামাগুচি নামে এক ব্যক্তি। পরের দিনের প্রথম ট্রেন ধরে নাগাসাকি পৌঁছন সুতোমু। নাগাসাকিতে বোমা ফেলা হলে সেখানেও বেঁচে যান তিনি।
১৯৪৫ সালের ৬ এবং ৯ অগস্ট দুই জাপানি শহর হিরোশিমা এবং নাগাসাকিতে বি-২৯ বোমারু বিমান থেকে ‘লিটল বয়’ এবং ‘ফ্যাট ম্যান’ নামে দু’টি পরমাণু বোমা ফেলে আমেরিকা। যে প্রকল্পে ওই পরমাণু বোমার জন্ম হয়েছিল, তার নাম ছিল ‘ম্যানহাটন প্রজেক্ট।’ বিশিষ্ট পদার্থ বিজ্ঞানী রবার্ট ওপেনহাইমারের নেতৃত্বে হয় এই প্রজেক্ট। সত্তর বছর আগের ঘটনা এখনও শিহরণ জাগায় বিশ্ববাসীর মনে। পরমাণু বোমার জেরে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে এখনও বংশানুক্রমে অন্ধত্ব, বধিরতা ও পঙ্গুত্বের মতো নানা ধরনের জটিল অসুখ হয়ে চলেছে। গ্যালারিতে হিরোশিমায় পরমাণু আক্রমণ নিয়ে আটটি অজানা তথ্য। ছবি: গেটি ইমেজেস।
এই সংক্রান্ত আরও খবর...
• পরমাণু বোমার কাছে হাইড্রোজেন বোমা ‘দানব’!