টুকরো খবর

হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঁচটি ফ্রিজের মধ্যে বছর দেড়েক আগে দু’টি খারাপ হয়ে পড়ে আছে। মাস দেড়েক হল আরও একটি ফ্রিজ খারাপ হয়ে রয়েছে। এই অবস্থায় দু’টি ফ্রিজে চাপাচাপি করে রক্ত রাখতে হচ্ছে।

Advertisement
শেষ আপডেট: ০৪ মার্চ ২০১৪ ০৭:১৫
Share:

৩টি ফ্রিজ বিকল, বন্ধ রক্ত সংগ্রহ

Advertisement

নিজস্ব সংবাদদাতা • রামপুরহাট

চালু থাকা দু’টি ফ্রিজে এ ভাবেই রয়েছে রক্ত। —নিজস্ব চিত্র।

Advertisement

হাসপাতালের ব্লাড ব্যাঙ্কে পাঁচটি ফ্রিজের মধ্যে বছর দেড়েক আগে দু’টি খারাপ হয়ে পড়ে আছে। মাস দেড়েক হল আরও একটি ফ্রিজ খারাপ হয়ে রয়েছে। এই অবস্থায় দু’টি ফ্রিজে চাপাচাপি করে রক্ত রাখতে হচ্ছে। এমনই অব্যবস্থা রামপুরহাট মহকুমা হাসপাতালেরই। ফ্রিজগুলি খারাপ হয়ে পড়ে থাকায় শিবির করে রক্ত সংগ্রহ আপাতত বন্ধ রেখেছে হাসপাতাল কর্তৃপক্ষ। বৃহস্পতিবার বিষয়টি তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের নজরে আনেন ব্লাড ব্যাঙ্কের কর্মীরা। ব্লাড ব্যাঙ্ক সূত্রে জানা যায়, বুধবার দুপুর পর্যন্ত ৫৫০ ব্যাগ রক্ত মজুত আছে এই হাসপাতালে। আগামী ৮ মার্চ শিবির করে বক্ত সংগ্রহ করা হবে। কর্মীরা ব্লাড ব্যাঙ্কে এক জন স্থায়ী মেডিক্যাল অফিসার নিয়োগের জন্য বিধায়কের কাছে দাবি জানিয়েছেন। আশিসবাবু বলেন, “নতুন করে তিনটি ফ্রিজ এবং ব্লাড ব্যাঙ্কে স্থায়ী মেডিক্যাল অফিসার নিয়োগ করার জন্য স্বাস্থ্য ভবনে বলা হয়েছে। এ ছাড়া কোন গ্রুপের কত ব্যাগ রক্ত মজুত আছে, তা রোগীদের স্বার্থে ব্লাড ব্যাঙ্কের বাইরে বোর্ড টাঙানোর জন্য বলা হয়েছে।” জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্তিক মণ্ডল বলেন, “ব্লাড ব্যাঙ্কে তিনটি ফ্রিজ খারাপ আছে বলে আমাকে কেউ জানাননি। সুপারের কাছে খোঁজ নেব।”

চিকিৎসক নেই
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর

এলাকার কাছাকাছি কোনও হাসপাতাল নেই। রাতবিরেতে প্রাথমিক চিকিৎসাটুকুর জন্যও ছুটতে হয় ৫-১০ কিলোমিটার দূরের স্বাস্থ্যকেন্দ্রে। কারণ, ময়ূরেশ্বর থানা এলাকার ঢেকা প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে দীর্ঘ দিন ধরে কোনও চিকিৎসকই নেই। এলাকাবাসী জানান, নার্স, ফার্মাসিস্ট এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা জোড়াতালি দিয়ে কোনও রকমে স্বাস্থ্য পরিষেবা চালু রেখেছেন। তাঁদের অভিযোগ, ব্লক স্বাস্থ্য কমিটিকে জানিয়েও কোনও লাভ হয়নি। ওই কমিটির অন্যতম সদস্য তথা সংশ্লিষ্ট ময়ূরেশ্বর ২ পঞ্চায়েত সমিতির সভাপতি, তৃণমূলের কল্যাণী দাসের দাবি, “ইতিমধ্যেই চিকিৎসক নিয়োগে জন্য জেলা স্বাস্থ্য দফতরের দৃষ্টি আকর্ষণ করেছি। শীঘ্রই চিকিৎসক মিলবে বলে আশ্বাস দিয়েছে।”

রক্তদান শিবির

মেদিনীপুর শহরের তলকুই দক্ষিণপাড়া অ্যাথলেটিক ক্লাব এবং মানবিক সংস্থান নামে এক সংস্থার যৌথ উদ্যোগে গত শনিবার এক রক্তদান শিবির হয়। শিবিরে ৩১ জন রক্তদান করেন। সামাজিক দায়বদ্ধতা থেকেই শিবিরের আয়োজন বলে উদ্যোক্তারা জানিয়েছেন। তাঁদের বক্তব্য, এই সময়ও মেদিনীপুরে মাঝেমধ্যে রক্তের সঙ্কট দেখা দিচ্ছে। রক্তের জন্য রোগীর পরিবারের লোকজন সমস্যায় পড়ছেন। রক্তের চাহিদা মেটানোর উদ্দেশ্যেই শিবিরের আয়োজন।

স্ট্রোকের চিকিৎসা

উচ্চ রক্তচাপের সমস্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে স্ট্রোক। তবে আধুনিক চিকিৎসায় স্ট্রোকের রোগীর পক্ষে সুস্থ হয়ে ফেরা এখন বিরল নয়। শহরে স্ট্রোকের সব ধরনের চিকিৎসা ও অস্ত্রোপচার ব্যবস্থা আছে। এই নিয়েই শনি ও রবি ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস-এর আয়োজনে এক সম্মেলন হল। ছিলেন বহু বিশেষজ্ঞেরা।

আলোচনাসভা

জাতীয় বিশুদ্ধ পানীয় জল ও স্বাস্থ্য বিধান সপ্তাহ উদ্যাপন উপলক্ষে সম্প্রতি স্বাস্থ্য বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে মেদিনীপুর সদর ব্লকের পাঁচখুরী প্রাথমিক বিদ্যালয়ে। সভায় উপস্থিত স্কুল পড়ুয়াদের স্বাস্থ্য বিষয়ক নানা পরামর্শ দেওয়া হয়।

বেহালার বিদ্যাসাগর হাসপাতালে চন্দ্রিমা ভট্টাচার্য এবং পার্থ চট্টোপাধ্যায়। সোমবার। ছবি: অরুণ লোধ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement