রামপুরহাটে পুরনো হাসপাতাল পরিদর্শন করছেন আশিস বন্দ্যোপাধ্যায় ও আধিকারিকেরা।—নিজস্ব চিত্র।
মহকুমা হাসপাতালের পরিত্যক্ত এলাকাকেই রামপুরহাট মেডিক্যাল কলেজের জায়গা হিসাবে চিহ্নিত করল স্বাস্থ্য দফতর। সোমবার রামপুরহাটে মেডিক্যাল কলেজের জায়গা পরিদর্শন করেন ডেপুটি স্বাস্থ্য অধিকর্তা সমরেন্দ্র কুমার শর্মা এবং সহকারী স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) গৌতম ধর। মহকুমা হাসপাতালের হিসাবে ওই জায়গায় বোর্ড লাগিয়ে দেওয়া হয়। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা কলেজের জন্য জায়গা দেখতে যাওয়ার আগে, রামপুরহাট মহকুমা হাসপাতালের পরিত্যক্ত ভবন পরিদর্শন করেন। সঙ্গে ছিলেন শিক্ষা ও স্বাস্থ্য প্রতি মন্ত্রী আশিস বন্দ্যোপাধ্যায়, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্তিক মণ্ডল, রামপুরহাট মহকুমা শাসক উমাশংকর এস, রামপুরহাট জেলা হাসপাতালের সুপার সুবোধ কুমার মণ্ডল সহ অন্যান্য আধিকারিকরা। আশিসবাবু স্বাস্থ্য আধিকারিকদের ৬ বিঘার একটি জায়গা দেখানোর সময় ওই এলাকায় অস্থায়ী ভাবে বসবাস কারী ১৫টি পরিবার তাঁদের পুনর্বাসনের দাবি করেন। আশিসবাবু বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় কাউকে উচ্ছেদ করে সেই জায়গায় কোনও কিছু করবেন না।” সংবাদমাধ্যমকে তিনি বলেন, “১৫ টি পরিবারকে আগেই পাট্টা দেওয়া হয়েছিল। কিন্তু পাট্টা নিয়ে একটু গরমিল থাকার জন্য ওনারা এখনও থেকে গিয়েছেন। ১৫টি পরিবারের জন্য পুনর্বাসনের ব্যবস্থা অবশ্যই করা হবে।”
মেডিক্যাল কলেজের জন্য যে জায়গা স্বাস্থ্য দফতরের আধিকারিকরা পরিদর্শন করলেন, সেই জায়গায় ইতিমধ্যে রামপুরহাট স্বাস্থ্য জেলার জন্য মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের প্রশাসনিক ভবন গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। স্বাস্থ্য ভবনে একটি প্লানও পাঠানো হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্তিক মণ্ডল জানান, মেডিক্যাল কলেজ গড়ে তোলা হলে আগেকার প্ল্যান বাতিল হবে। মেডিক্যাল কলেজ গড়ে তোলার জন্য জায়গা পরিদর্শনে আসা টিমের অন্যতম সদস্য, স্বাস্থ্য অধিকর্তা (শিক্ষা) গৌতম ধর বলেন, “মূলত তিনটে জায়গায় রামপুরহাট মেডিক্যাল কলেজ গড়ে তোলা হবে। তার মধ্যে ওই জায়গাটি রয়েছে। দেখে যাওয়ার পর প্লান করে উপযুক্ত পরিকাঠামো গড়ে ওঠার পরই মেডিক্যাল কাউন্সিলের অনুমোদনের জন্য পাঠাতে হবে। যে জায়গা দেখে গেলাম তা, মেডিক্যাল কলেজের একটি ইউনিট খোলার পক্ষে যথেষ্ট।” স্বাস্থ্য দফতরের আধিকারিকরা ফিরে যাওয়ার পর, পূর্ত দফতরের সহকারী আধিকারিকদের প্লান তৈরি করে স্বাস্থ্য ভবনে পাঠানোর নির্দেশ দেন জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক কার্তিক মণ্ডল।