পেশা প্রবেশের আগে কোন বিষয় জানা জরুরি?
Work Place Tips

নতুন কর্মক্ষেত্র নিয়ে উত্তেজনা! পেশাপ্রবেশের আগে কোন কোন বিষগুলি মাথায় রাখা দরকার?

নতুন চাকরি নিয়ে মনে মনে উত্তেজনা যেমন থাকে, তেমনই কিছুটা ভয়ও থাকে। পেশাপ্রবেশের আগে কোন বিষয়গুলি জেনে নেওয়া দরকার?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ০১ সেপ্টেম্বর ২০২৪ ১৯:৪৬
Share:

পেশা প্রবেশের আগে যে বিষয়গুলি মাথায় রাখা জরুরি। ছবি: সংগৃহীত।

পড়াশোনা শেষে পছন্দের পেশায় যোগ দিতে পারলে বাড়তি আনন্দ-উচ্ছ্বাস থাকেই। তবে, পেশাপ্রবেশের আগে পেশাগত দিক নিয়ে প্রাথমিক ধারণা থাকলে কাজ করতে সুবিধাই হয়। তরুণ প্রজন্মের অনেকেই কর্পোরেট সেক্টরে চাকরিতে আগ্রহী। এমন পেশায় যোগ দেওয়ার আগে কোন কোন দিক সম্পর্কে জানলে কাজে সুবিধা হবে?

Advertisement

কাজ ও ভাবমূর্তি

যে কোনও পেশায় উন্নতি করার জন্য মন দিয়ে কাজ করা প্রয়োজন। কর্পোরেট ক্ষেত্রও তাই। তবে শুধু ঘণ্টার পর ঘণ্টা কাজ করলেই চলবে না, পাশাপাশি নিজের ভাবমূর্তি, বুদ্ধিমত্তার পরিচয় দেওয়াটাও জরুরি।সকলের সঙ্গে পেশাগত সম্পর্ক বজায় রাখাও উন্নতির পক্ষে সহায়ক হতে পারে।

Advertisement

আচরণ

কাজে দক্ষ হওয়ার পাশাপাশি ব্যবহার ও আচরণও গুরুত্বপূর্ণ। সকলের চোখে ভাল হওয়ার চেষ্টা না করে হাসিমুখে সকলের সঙ্গে কথা বলা, ভদ্র ব্যবহার করা দরকার। বিভিন্ন স্তরের মানুষের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকলে পেশাগত ক্ষেত্রে তা সুবিধাজনক হবে।

কাজের ধারাবাহিকতা

কর্মক্ষেত্রে ভাল কাজের ধারাবাহিকতা বজায় রাখাও জরুরি। এতে কর্তৃপক্ষের কাছে ভরসাযোগ্য হয়ে ওঠা যায়। তা ছাড়া ভাল কাজও হাতে আসার সম্ভাবনা বৃদ্ধি পায়।

সিদ্ধান্ত

কার্যক্ষেত্রে অনেক সময় জরুরি সিদ্ধান্ত নিতে হতে পারে। বিশেষত কোনও দলের নেতৃত্বে থাকলে। কাজের ফল ভাল হলে যেমন কর্তৃপক্ষ পিঠ চাপড়াবেন, তেমনই সিদ্ধান্তের জেরে ক্ষতি হলে তার দায় নেওয়ার মানসিকতাও রাখতে হবে। এতে কর্মক্ষেত্রে বিশ্বাসযোগ্যতাও বৃদ্ধি পায়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement