গোল বাধে গোলাপজাম নিয়ে। ছবি: সংগৃহীত।
বিয়েবাড়িতে ছোটখাটো গোলমাল হয়েই থাকে। তাই বলে পুলিশ! গোলাপজামের ভাগ-বাটোয়ারা নিয়ে কনের বাড়ির সঙ্গে ক্যাটারিংয়ের কর্মীদের মনোমালিন্য থেকেই ঝামেলার সূত্রপাত। সেখান থেকে হাতাহাতি। শেষমেশ পুলিশের মধ্যস্থতায় মিটল ঝামেলা। ঘটনাটি ঘটেছে পুণের একটি বিয়েবাড়িতে।
বিয়ের অনুষ্ঠান ছিল দুপুরে। কনের বাড়ির কাছে একটি কমিউনিটি হলে বিয়ের আয়োজন করা হয়েছিল। সকাল থেকেই অতিথিরা আসতে শুরু করেছিলেন। অতিথিদের খাবার পরিবেশনের দায়িত্ব ছিল ক্যাটারারের হাতে। বিয়ের অনুষ্ঠান শুরু হয় দুপুর ১.৩০ নাগাদ। বিয়ে শেষ হওয়ার মুখে অতিথিরা চলে যান। অধিকাংশ অতিথিই খাবার খাননি। ফলে প্রচুর পরিমাণে খাবার বেঁচে গিয়েছিল।
কনের বাড়ির লোকেরা বেঁচে যাওয়া খাবার বাড়ি নিয়ে যেতে চান। ক্যাটারিংয়ের কর্মীরাও তাঁদের চাহিদা মতো খাবার গুছিয়ে দেন। কিন্তু গোল বাধে গোলাপজাম নিয়ে। কনের বাড়ির লোকেরা সব ক’টি গোলাপজাম নিজেদের বাক্সে ভরতে শুরু করেন। তাতে বাধা দেন খাবার পরিবেশনের দায়িত্বে থাকা কর্মীরা। তাঁরা বলেন,এই মিষ্টি অন্য একটি বিয়েবাড়ির বরাত। ফলে নিয়ে যাওয়া যাবে না। কিন্তু তা মানতে নারাজ ছিলেন কনের বাড়ির লোকজন।
গোলাপজাম কার দখলে যাবে, তা নিয়ে শুরু হয় বিরোধ। ঝামেলার পারদ চড়তে চড়তে তা হাতাহাতির পর্যায়ে পৌঁছে যায়। অভিযোগ, ক্যাটারিং সংস্থার ম্যানেজারকে মারধরও করেন কনের বাড়ির লোকজন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে বেরিয়ে যাওয়ায় শেষ পর্যন্ত থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে মিটমাট করে।