টুকরো খবর

দক্ষিণ চিন সাগরে আধিপত্য কার, সেই নিয়ে বিতর্ক বাড়ছেই। চুপিসারে সাগরের বুকে ফিয়েরি ক্রস রিফ বরাবর চিন এয়ারস্ট্রিপ বানাচ্ছে বলে দাবি করেছে আমেরিকার একটি বিশেষজ্ঞ সংস্থা। দাবি প্রমাণ করতে কৃত্রিম উপগ্রহের তোলা কিছু ছবিও হাজির করেছে তারা। ওই রানওয়েতে যে কোনও ধরনের বিমান নামতে পারবে। রানওয়ের কাজ চলছে দ্রুত গতিতে।

Advertisement
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০১৫ ০২:৩৯
Share:

সাগরে চিনা এয়ারস্ট্রিপ
সংবাদ সংস্থা • বেজিং

Advertisement

দক্ষিণ চিন সাগরে আধিপত্য কার, সেই নিয়ে বিতর্ক বাড়ছেই। চুপিসারে সাগরের বুকে ফিয়েরি ক্রস রিফ বরাবর চিন এয়ারস্ট্রিপ বানাচ্ছে বলে দাবি করেছে আমেরিকার একটি বিশেষজ্ঞ সংস্থা। দাবি প্রমাণ করতে কৃত্রিম উপগ্রহের তোলা কিছু ছবিও হাজির করেছে তারা। ওই রানওয়েতে যে কোনও ধরনের বিমান নামতে পারবে। রানওয়ের কাজ চলছে দ্রুত গতিতে।

Advertisement

সংঘর্ষবিরতির ডাক

ইয়েমেনে ফের সংঘর্ষবিরতির ডাক দিলেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন। শুক্রবার ওয়াশিংটনে এক সাংবাদিক বৈঠকে তিনি জানান, ‘‘গোটা দেশটাই জ্বলছে। যে ভাবেই হোক যুদ্ধ থামাতে হবে। প্রয়োজনে সব দলকেই এর সুষ্ঠু সমাধানে এগিয়ে আসতে হবে।’’ পরোক্ষে হুথি জঙ্গিদেরও আলোচনায় ডাক দিয়েছেন তিনি। একই সঙ্গে যুদ্ধে আহত ও ঘরছাড়াদের জন্য এ দিন বিশেষ ত্রাণের ঘোষণাও করেন তিনি। ইয়েমেনের যুদ্ধ পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপুঞ্জ সম্প্রতি একটি রিপোর্ট পেশ করে জানায়, গত কয়েক সপ্তাহে অন্তত দেড় লাখ মানুষ ঘরছাড়া। পরিস্থিতির সামাল দিতে এই মহূর্তে অন্তত ২৮ কোটি ডলারের প্রয়োজন বলে জানিয়েছে রাষ্ট্রপুঞ্জ।

জঙ্গি কবলমুক্ত জোড়া শহর

তিকরিতের পর জঙ্গি-কবল থেকে শুক্রবার ফের দু’টি শহর নিজেদের দখলে নিল ইরাকি বাহিনী। সংঘর্ষে নিহত অন্তত ১৬০ জন আইএস জঙ্গি। প্রশাসনের দাবি, দক্ষিণ ইরাকে দেশের সব চেয়ে বড় তৈল শোধনাগারটি থেকেও আজ পুরোপুরি হটানো গিয়েছে জঙ্গিদের। বেইজির এই শোধনাগারের পাশাপাশি জঙ্গিরা নিজেদের কব্জায় রেখেছিল লাগোয়া আল-মালহা এবং আল-মাজরাহ শহর দু’টি। ন্যাটো বাহিনীর সঙ্গে যৌথ অভিযানেই এই সাফল্য মিলেছে বলে সংবাদমাধ্যমকে জানান ইরাকি বাহিনীর জেনারেল আয়াদ আল-লাহাবি। পাল্টা জবাব দিয়ে চলতি মাসের শুরুতেই তিকরিত শহর জঙ্গিদের দখলমুক্ত করে সেনা।

বহুতল ভেঙে

চিলিতে একটি বহুতল ভেঙে প্রাণ হারালেন দু’জন। আহত ১২। তাঁদের মধ্যে সাত জনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ জানিয়েছে, শুক্রবার ভোরে চিলির সানতিয়াগোয় ঘটনাটি ঘটেছে। বহুতলটিতে একটি নাইটক্লাব ছিল। সেই ক্লাবে শুক্রবার ২০০ জনের বেশি সদস্য ছিল। পুলিশের অভিযোগ, ওই ক্লাবে প্রয়োজনের তুলনায় বেশি লোক ছিল। বেশ কিছু ছেলে একটি গণ্ডগোলেও জড়িয়ে পড়ে। সেই সময়ই বহুতলের একটি অংশ ভেঙে পড়ে। শুরু হয়েছে তদন্ত।

জারদারিকে সমন

আয়ের সঙ্গে সঙ্গতিহীন সম্পত্তি মামলায় সমন জারদারিকে। শুক্রবার পাকিস্তানের একটি দুর্নীতিদমন আদালত সমন পাঠাল প্রাক্তন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারিকে। নব্বইয়ের দশকে দেশের প্রধানমন্ত্রী ছিলেন স্ত্রী বেনজির ভুট্টো। অভিযোগ, ক্ষমতার অপব্যবহার করেই সেই সময় বিশাল সম্পত্তির মালিক হন জারদারি। সেই মামলার জেরেই ২৭ এপ্রিলের আগে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement