অনেক মেয়েই এখন সে সব ভাবনা ছেড়ে বিয়ের আয়োজন নিয়ে বেশি চিন্তিত থাকেন। ছবি: শাটারস্টক।
আচ্ছা বলুন তো আগেকার দিনের হবু কনেরা বিয়ের দিন সবচেয়ে বেশি কী নিয়ে ভয় পেতেন? বিয়ের আগে হবু কনের মনে চলত নানা রকম আশঙ্কা! শ্বশুড়বাড়িতে গিয়ে ঠিকমতো মানিয়ে-গুছিয়ে নিতে পারব তো? অনেকেই আবার বিয়ের মণ্ডপেই প্রথম বার বরের মুখ দেখতেন, জীবনসঙ্গী কেমন দেখতে হবে তাঁকে সেই চিন্তাও ঘুরপাক খেত হবু কনের মনে।
তবে এখন ছবিটা একেবারেই বদলেছে। অনেক মেয়েই এখন সে সব ভাবনা ছেড়ে বিয়ের আয়োজন নিয়ে বেশি চিন্তিত থাকেন। মণ্ডপে কী ভাবে প্রবেশ করবেন, তা বড় ভাবনার কারণ। বিয়ের নিয়মে ভুল হলে ক্ষতি নেই। তবে মণ্ডপে প্রবেশ করার সময়ে গানটা যদি এ দিক-ও দিক হয়ে যায়, তা হলে বিপদ! সম্প্রতি এমনই এক ভিডিয়ো ভাইরাল হয়ছে সমাজমাধ্যমে। যেখানে এক কনেকে দেখা যাচ্ছে, সে কিন্তু ভীষণ চিন্তিত। বর আসতে দেরি করেনি, তার বিয়ের লগ্নও বয়ে যাচ্ছে এমনটাও নয়। আসলে তিনি মণ্ডবে ঢোকার বিষয়টি নিয়ে খুবই চিন্তিত। গানে যেন কোনও ভুল না হয় বাব বার একই মিনতি করছেন এক ব্যক্তির সামনে।
বেশ কিছু বছর হল বিয়ে সংক্রান্ত নতুন ‘ট্রেন্ড’ শুরু হয়েছে। কখনও বাইকে চড়ে কখনও আবার পছন্দের নাচতে নাচতে মণ্ডবে প্রবেশ করেন এখনকার হবু কনেরা। বাঙালি বধূরাও কিন্তু পিছিয়ে নেই। হালফিলে তাঁরাও কিন্তু বিয়ের মণ্ডপে এমন ভাবেই আসতে স্বচ্ছন্দবোধ করেন।