নায়িকাদের কাজল কিন্তু ঘাঁটে না। ছবি : সংগৃহীত।
কাজল-নয়নের আকর্ষণ মোহময়। কিন্তু কাজল ঘেঁটে যদি চোখের চারপাশ কালো হয়ে যায় তবে মোহ ভাঙতে দেরিও হয় না। চোখের নীচে ধেবরে যাওয়া কাজল দেখে "তা সে যতই কালো হোক, দেখেছি তার কালো হরিণ চোখ!" বলতেই পারে কেউ। কিন্তু তেমন ‘সৌভাগ্যে’র আশা না করে যদি কেউ চোখের কাজলকেই সামলে চান, তবে কী করবেন?
কী ভাবে কাজলকে যথাস্থানে রাখবেন?
সকালে চোখে কাজল পরে বেরিয়েছেন। দুপুরেই কাজল গেল ধেবরে। মূলত তৈলাক্ত ত্বকেই এই সমস্যা বেশি হয় বলছেন রূপটানশিল্পীরা। তুলনায় শুষ্ক ত্বকে ওই সমস্যা হয় কম। তাই যাঁদের তৈলাক্ত ত্বক, তাঁরা কাজল পরার আগেই বিষয়টি খেয়াল রাখুন।
১। তৈলাক্ত ত্বক হলে ময়েশ্চরাইজ়ার ব্যবহার করলে জেল বেস ময়েশ্চারাইজ়ার ব্যবহার করুন।
২। কাজল পরার আগে মুখের বেস তৈরি করে নেওয়া জরুরি। যদি ফাউন্ডেশন লাগান, তার উপরে অবশ্যই পাউডার পাফ করুন। তাতে তৈলাক্ত ভাব থাকবে দূরে।
৩। বাজারে এখন অনেকরকমের স্মাজ প্রুফ কাজল পাওয়া যায়। সেই ধরনের কাজল কিনে পরতে পারেন।
৪। কাজল লাগানোর পরে নিজেই আঙুল দিয়ে স্মাজ করে নিন। তার পরে তুলো বা নরম কাপড় দিয়ে অতিরিক্ত কাজল মুছে নিন। স্মাজ হওয়া কাজলের উপর সামান্য পাউডার ব্রাশে করে বা স্পঞ্জের সাহায্যে মিশিয়ে নিন। তাতে কাজল ঘেঁটে যাবে না।
৫। কাজল পরার সময় চোখের নীচের পল্লব বাঁচিয়ে পরুন।
৬। কাজলের নীচে ওয়াটার প্রুফ লাইনারের একটি রেখা টেনে দিন। এতেও কাজল যথাস্থানে থাকবে।