New Year Party 2025

কাজকর্ম সেরে রাতে পার্টিতে যাবেন, স্বল্প সময়ে কী ভাবে ঝলমলিয়ে উঠবে ত্বক?

অফিস থেকে ফিরেই পার্টিতে যেতে হবে? অল্প সময়ে কী ভাবে মুখে আসবে জেল্লা?

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

শেষ আপডেট: ৩১ ডিসেম্বর ২০২৪ ১৩:৩০
Share:

স্বল্প সময়ে মুখে দীপ্তি ফেরানোর কৌশল। ছবি:ফ্রিপিক।

বর্ষবরণের পার্টিতে সকলের নজর কাড়তে দারুণ পোশাক কিনেছেন। জুতোও কেনা হয়েছে আগেই।কিন্তু ত্বকের জেল্লা! দিনভর অফিস করে বাড়ি ফিরে প্রস্তুতির জন্য হাতে মেরেকেটে ঘণ্টা ২-৩ থাকবে। এই সময়ে কী ভাবে নিজেকে প্রস্তুত করবেন? ফাউন্ডেশন-সহ রকমারি মেকআপ দিয়ে যতই মুখের খুঁত ঢাকা যাক না কেন, ত্বক সুন্দর না হলে সেই জেল্লা আসে না। দিনভর কাজের পর ত্বক এমনিতেই ক্লান্ত হয়ে পড়ে। সে ক্ষেত্রে কী ভাবে সাজসজ্জা করলে, পার্টিতেও সকলের নজর পড়বে আপনারই দিকে?

Advertisement

১. অফিসে থেকে ফিরে ফেশওয়াশ দিয়ে মুখ ধুয়ে, বরফের টুকরো মিনিটখানেকের জন্য মুখে ঘষে নিন। মুখে দ্রুত তরতাজা ভাব আনতে সাহায্য করবে এই পদ্ধতি। এতে ক্লান্তি দূর হবে।

২. হাতে যদি ঘণ্টাখানেক সময় থাকে তা হলে ব্যবহার করুন ফেস মাস্ক। ত্বকের ধরন শুষ্ক না তৈলাক্ত, না কি সাধারণ, তা বুঝে মাস্ক বেছে নিতে হবে। শীতের মরসুমে ত্বক শুষ্ক হয়ে যায়। তাই ময়শ্চারাইজ়ার সমৃদ্ধ কোনও ফেস মাস্ক ব্যবহার করতে পারেন। মাস্কটি মেখে ১৫-২০ মিনিট রেখে মুখ ধুয়ে ফেলুন। এতে ত্বক হয়ে উঠবে প্রাণবন্ত।

Advertisement

৩. মেকআপ শুরুর আগে ত্বককেও প্রস্তুত করতে হয়। প্রথমেই মেখে নিন ময়েশ্চারাইজ়ার। মুখের উন্মুক্ত ছিদ্র ঢাকতে ব্যবহার করুন প্রাইমার। কনসিলার দিয়ে চোখের নীচের কালি, মুখের দাগছোপ ঢেকে দিন। তার পর ফাউন্ডেশন মাখুন। ভাল মেকআপের গুণেই মুখে জেল্লা ফিরবে।

৪. শীতের মরসুমে যদি চান মুখে বাড়তি দীপ্তি থাকুক, তা হলে রূপটান শেষে মেকআপ দীর্ঘস্থায়ী করার স্প্রে ব্যবহার করতে পারেন। এই ধরনের স্প্রে-তে থাকা উপাদানের গুণে ত্বক চকচকে দেখায়। পাশাপাশি শিমার ব্লাশও লাগাতে পারেন গালে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement