টুকরো খবর

ফল-ফুল-চন্দন নয়। সন্দেশ-লুচি-খিচুড়িও নয়। ভগবানের উদ্দেশে উৎসর্গ করা হচ্ছে জিভে জল আনা সারি সারি চকোলেট বার! এমনই ঘটে চলেছে কেরলের আলাপুঝায় ‘ঠেক্কান পালানি’ বালসুব্রমনিয়া মন্দিরে। পুজো শেষে ভক্তদের হাতে প্রসাদ তুলে দেওয়া হচ্ছে চকচকে মোড়কে মোড়া চকোলেটের প্যাকেট। মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন, ভগবান ‘মুরুগা’-র আর্শীবাদের আশায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে রোজ প্রায় হাজারো পুণ্যার্থীর সমাগম হয় এই মন্দিরে।

Advertisement
শেষ আপডেট: ১২ মার্চ ২০১৪ ০৩:৪০
Share:

ভগবানকে চকোলেট ভোগ কেরলের মন্দিরে

Advertisement

সংবাদ সংস্থা কেরল

ফল-ফুল-চন্দন নয়। সন্দেশ-লুচি-খিচুড়িও নয়। ভগবানের উদ্দেশে উৎসর্গ করা হচ্ছে জিভে জল আনা সারি সারি চকোলেট বার! এমনই ঘটে চলেছে কেরলের আলাপুঝায় ‘ঠেক্কান পালানি’ বালসুব্রমনিয়া মন্দিরে। পুজো শেষে ভক্তদের হাতে প্রসাদ তুলে দেওয়া হচ্ছে চকচকে মোড়কে মোড়া চকোলেটের প্যাকেট। মন্দির কর্তৃপক্ষ জানাচ্ছেন, ভগবান ‘মুরুগা’-র আর্শীবাদের আশায় জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে রোজ প্রায় হাজারো পুণ্যার্থীর সমাগম হয় এই মন্দিরে। পরীক্ষার সময়টায় মূলত ভিড় জমায় স্কুল-কলেজ পড়ুয়ারা। শ’য়ে শ’য়ে বিদেশি পর্যটকও আসেন রোজ। সবারই হাতে বাক্সভর্তি চকোলেট। তবে কেউ-ই বোধ হয় জানেন না চকোলেট উৎসর্গ করার প্রথা শুরুর কারণটা ঠিক কী। মন্দিরের ম্যানেজার ডি রাধাকৃষ্ণন বললেন, “ঠেক্কান পালানি মন্দিরে ভগবান মুরুগা অর্থাৎ শিব-পুত্র কার্তিককে পুজো করা হয় শিশুজ্ঞানে। কোনও এক সময় কেউ হয়তো ভেবেছিলেন ‘বালামুরুগা’ চকোলেট খেতে ভালবাসেন। তখন থেকেই সম্ভবত এই প্রথার শুরু।” আলাপুঝার এই মন্দির পরিচালনার ভার ন্যস্ত রয়েছে ২১ সদস্যের একটি ট্রাস্টের হাতে। প্রায় একশো বছর আগে পালানির বিখ্যাত ‘মুরুগা’ মন্দিরের এক পুরোহিত স্বপ্নাদেশ পেয়ে আলাপুঝায় এই মন্দিরটি নির্মাণ করেন। মন্দির পরিচালনার ওই ট্রাস্টেরই এক সদস্য অবশ্য জানাচ্ছেন, প্রথম প্রথম বাচ্চারাই হাতে করে চকোলেট নিয়ে এসে ভগবানের পায়ে দিত। তবে এখন সব বয়সের পুর্ণ্যাথীই আয়ত্ত করে নিয়েছে এই প্রথা।

Advertisement

গগৈয়ের বিরুদ্ধে মামলা

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

জমির পাট্টার দাবিতে আত্মঘাতী প্রণব বড়োর স্ত্রীর অভিযোগের পরও অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের বিরুদ্ধে মামলা রুজু না-করায় পুলিশের সমালোচনা করল আদালত। কামরূপের মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট নির্দেশ দিয়েছেন, গগৈ এবং রাজস্ব মন্ত্রী পৃথ্বী মাঝির বিরুদ্ধে দ্রুত মামলা রুজু করতে হবে। ২৪ ফেব্রুয়ারি ওই ব্যক্তি আত্মাহুতির পর, দিসপুর থানায় যে এফআইআর করা হয়, তার ভিত্তিতে এখনও কোনও পদক্ষেপ না-করায় তদন্তকারী অফিসার বীরেনচন্দ্র ডেকাকে ভর্ৎসনাও করেন বিচারক। ওই পুলিশকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নিতে এসএসপিকে নির্দেশ দেওয়া হয়েছে। ওই ঘটনার পর, গগৈ ও মাঝির বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মৃতের স্ত্রী পূর্ণিমাদেবী। তাঁর দাবি, পুলিশ প্রথমে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে এফআইআর নিতে চায়নি। পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে অন্য মামলা রুজু করে। তাতে প্রণববাবুকে আত্মহত্যায় প্ররোচনার দায়ে কৃষক নেতা অখিল গগৈ-সহ কয়েকজনকে গ্রেফতার করা হয়। আদালতের বক্তব্য, পূর্ণিমাদেবীর এফআইআর-এর পর মামলা শুরু না-করে, সংশ্লিষ্ট থানার ওসি তদন্ত করেন। পরে অন্য অভিযোগ দায়ের করে কৃষক নেতাদের গ্রেফতার করা হয়। ওই পদ্ধতি একেবারেই আইনবিরুদ্ধ।

ছাত্রের ঝুলন্ত দেহ

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

আইআইটি-র ছাত্রবাসের একটি ঘর থেকে উদ্ধার হল এক ছাত্রের ঝুলন্ত দেহ। আজ সকালে গুয়াহাটির ঘটনা। প্রাথমিক তদন্তে অনুমান, মানসিক অবসাদগ্রস্ত হয়ে ওই তরুণ আত্মঘাতী হয়েছেন। পুলিশ জানিয়েছে, তাঁর নাম শোয়েব আহমেদ (২১)। বাড়ি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনার ভ্যাবলায়। গুয়াহাটি আইআইটিতে গণিত বিভাগে এমএসসি দ্বিতীয় বর্ষের ছাত্র ছিলেন। গত রাতে বন্ধুদের সঙ্গে সিনেমা দেখতে যান শোয়েব। এক সঙ্গে নৈশাহারও করেন। রাত পর্যন্ত বন্ধুদের সঙ্গে গল্পগুজব করার পর ‘ঘুম পেয়েছে’ বলে নিজের ঘরে চলে যান। আজ সকালে নিজের ঘর থেকে শোয়েবের ঝুলন্ত দেহ উদ্ধার হয়।

গণপিটুনিতে হত তিন জঙ্গি

নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি

তোলাবাজি করতে গিয়ে গ্রামবাসীদের গণপিটুনিতে মৃত্যু হল তিন জঙ্গির। আজ গোয়ালপাড়া জেলার দুধনৈ এলাকার খারা-মাঝঝিপাড়া গ্রামে ঘটনাটি ঘটে। পুলিশ জানিয়েছে, ‘ইউনাইটেড আচিক লিবারেশন আর্মি’ সংগঠনের ৩ জঙ্গি ওই গ্রামে গিয়েছিল। তোলবাজি চাইলে আপত্তি করেন গ্রামবাসীরা। দু’পক্ষে বচসা শুরু হয়। এরপরই তিন জঙ্গির হাত-পা বেঁধে গণপিটুনি শুরু হয়।

ধর্ষণ পুলিশ হেফাজতেই

সংবাদ সংস্থা • লখনউ

পুলিশি হেফাজতে থাকাকালীনই ধর্ষিত হওয়ার অভিযোগ জানাল একটি মেয়ে। উত্তরপ্রদেশের কাশীরাম নগর জেলায় সোরন শহরের ঘটনা। পুলিশ জানিয়েছে, গত মাসের ২৭ তারিখে প্রেমিকের সঙ্গে বাড়ি থেকে পালিয়েছিল মেয়েটি। খোঁজ পাওয়ার পরে চলতি মাসের ৪ তারিখে তাদের দু’জনকে আদালতে তোলা হয়। বয়সের পরীক্ষা করার জন্য আদালত মেয়েটির পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। কৃষ্ণা নামের এক মহিলা কনস্টেবলের হাতে তুলে দেওয়া হয় তাকে। কৃষ্ণা তাকে লক-আপে রাখার বদলে নিজের বাড়িতে নিয়ে যায়। সেখানেই কৃষ্ণার স্বামী মেয়েটিকে ধর্ষণ করে বলে অভিযোগ। সে নিজেও পুলিশ কনস্টেবল। সোমবার ফের আদালতে হাজিরা দেওয়ার সময় নিজের মাকে ও আইনজীবীকে সব কথা জানায় মেয়েটি।

কুকুরের যত্ন

সংবাদ সংস্থা • মুম্বই

পরিবারের কাউকে মুম্বই বিমানবন্দরে ছাড়তে আসার সময় সঙ্গে আনা হয়েছিল তাকেও। কিন্তু ফেরার সময় তাকে ফেলেই চলে যান বাকিরা। তাই বিমানবন্দরের বাইরে এ দিক-ও দিক ঘুরে বেড়াচ্ছিল সে। দেখে সন্দেহ হয় বিমানবন্দরের কর্মীদের। সঙ্গে সঙ্গেই তাকে নিয়ে এসে যত্ন আত্তি শুরু করেন তাঁরা। সে আর কেউ নয়, পমেরানিয়ন প্রজাতির বছর আড়াইয়ের একটি কুকুর। বিমানবন্দর সূত্রের খবর, রাত আড়াইটা থেকেই চোখে পড়েছিল গলায় চেন বাঁধা কুকুরটি। প্রথমে মনে করা হয়েছিল আশপাশেই রয়েছেন মালিক। কিন্তু কিছু ক্ষণ পর কুকুরটি ভয় পেয়ে ডাকতে শুরু করলে এগিয়ে যান কর্মীরা। খাবার কিনে খাওয়ান। মালিকের খোঁজ না পাওয়া গেলে তাকে সরকারি কেনেলে রাখা হবে।

শিশু বিক্রি

সংবাদ সংস্থা • বেঙ্গালুরু

সদ্যোজাত সন্তানকে ছ’ হাজার টাকার বিনিময়ে বিক্রি করে দেওয়ার অভিযোগ উঠল বছর তেইশের এক মহিলার বিরুদ্ধে। অভিযুক্ত ওই মহিলা ও তাঁর মাকে মঙ্গলবার দুপুরে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম নাগি বাই ও সোমান বাই। দিন কুড়ি আগে বেঙ্গালুরুর শিমোগায় হাসপাতালে একটি মেয়ের জন্ম দেন নাগি। গত রবিবার হাসপাতালেই মাত্র ছ’হাজার টাকায় সদ্যোজাত মেয়েটিকে অন্য এক দম্পতির হাতে তুলে দেওয়ার অভিযোগ ওঠে তাঁর বিরুদ্ধে। হাসপাতাল কর্তৃপক্ষই ঘটনার কথা পুলিশকে জানান।

ইস্তফা গ্রহণ
সংবাদ সংস্থা • নয়াদিল্লি

কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে দাগ্গুবতী পুরণ্ডেশ্বরীর পদত্যাগপত্র গ্রহণ করেছেন রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়। তেলঙ্গানা ভাগের প্রতিবাদে সম্প্রতি কংগ্রেস ছেড়ে বিজেপি-তে যোগ দিয়েছেন এনটিআরের মেয়ে পুরণ্ডেশ্বরী। তিনি বাণিজ্য ও শিল্প প্রতিমন্ত্রী ছিলেন।

চার্জ গঠন

সংবাদ সংস্থা • নয়াদিল্লি

প্রাক্তন রেলমন্ত্রী পবনকুমাল বনসলের ভাগ্নে বিজয় সিংলার বিরুদ্ধে দশ কোটি টাকা ঘুষের মামলায় চার্জ গঠন করল দিল্লির দায়রা আদালত।

পুনশ্চ সাংমা

রাষ্ট্রপতি নির্বাচনে শোচনীয় হারের পরে তিনি প্রতিজ্ঞা করেছিলেন, আর ভোটে নয়। কিন্তু তিনি তো ভীষ্ম নন। তিনি পূর্ণ সাংমা। লোকসভা ভোটের ঢাকে কাঠি পড়তেই তাঁর প্রতিজ্ঞা ভঙ্গ। ঠিক করেছেন তাঁর পুরনো সংসদীয় আসন তুরা, গত নির্বাচনে যা তিনি তাঁর আইনজীবী-কন্যা আগাথার জন্য ছেড়ে দিয়েছিলেন, সেখান থেকেই লড়তে নামবেন। রাষ্ট্রপতি নির্বাচনে তাঁকে সমর্থন দিয়েছিলেন বিজেপি। এ বার বিজেপি নেতৃত্ব চান, পূর্ণ সংসদে ফিরে আসুন। রাষ্ট্রপতি নির্বাচনের আগে কার্যত অপরাজিত পূর্ণ সাংমা জানিয়েছেন, মেয়েকে সরিয়ে তিনি এই নিয়ে নবম বার লড়াইয়ে নামছেন তুরা থেকে। লড়বেন নিজের নতুন দল এনপিপি-র হয়েই।

উদ্ধবের গোসা

মুম্বইয়ে প্রার্থী তালিকা প্রকাশ উদ্ধব ঠাকরের। ছবি: পিটিআই।

শিবসেনা প্রধান উদ্ধব ঠাকরের গোসা কমাতে ফোন করলেন নরেন্দ্র মোদী। উদ্ধবের সঙ্গে দেখা করলেন রাজনাথ-ঘনিষ্ঠ নেতা রাজীবপ্রতাপ রুডিও। বিজেপি-র সঙ্গে রাজ ঠাকরের মহারাষ্ট্র নবনির্মাণ সেনার জোট সম্ভাবনার জল্পনায় আগেই চটেছিলেন উদ্ধব। বিজেপি নেতা নিতিন গডকড়ীর সঙ্গে আলোচনার পরে বিজেপি-র বিরুদ্ধে মাত্র একটি আসনে প্রার্থী দিয়েছেন রাজ। কিন্তু শিবসেনার বিরুদ্ধে সব আসনেই লড়ছে তাঁর দল। ফলে আরও চটেছে শিবসেনা। মঙ্গলবার দলের প্রার্থী তালিকা প্রকাশের সময়ে উদ্ধব বলেন, “রাজকে নিয়ে বিজেপি কী ভাবছে তা স্পষ্ট করা উচিত।”

মোদী-আবির

৫০ হাজার আবিরের প্যাকেট ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে হরিদ্বারে। গেরুয়া, সাদা, সবুজ রঙের আবির ভর্তি প্যাকেটগুলির গায়ে ছাপানো হচ্ছে নরেন্দ্র মোদীর মুখ। থাকছে দিল্লি বিজেপির মুখ হর্ষবর্ধনের ছবিও। আর ছাপা থাকবে ছোট্ট একটা বাণী, ‘দেশকে এক সুতোয় বাঁধবে হোলি, দেশের উন্নতি নিশ্চিত করবেন মোদী।’ এ বার হোলিতে দিল্লির বাজার মাতাতে আসছে এই ‘নমো আবির’।

পিছোল পরীক্ষা

পিছিয়ে গেল আইএসসি (দ্বাদশ শ্রেণি)-র ইতিহাস পরীক্ষা। ৭ এপ্রিল ওই পরীক্ষা হওয়ার কথা ছিল। কাউন্সিলের তরফে জানানো হয়েছে, চার দিন পিছিয়ে সেই পরীক্ষা হবে ১১ এপ্রিল, শুক্রবার বেলা ২টো থেকে। লোকসভা নির্বাচনের জন্যই পরীক্ষাসূচিতে এই রদবদল।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement