চিন অসমের বন্ধু, দাবি আলফার

তিব্বতের স্বাধীনতার দাবিকে প্রশ্রয় দেওয়া এবং অসমের বুকে চিন-বিরোধী তিব্বতিদের সমাবেশে অনুমতি দেওয়ায় ভারত সরকারের কড়া সমালোচনা করল আলফা স্বাধীন। চিনের প্রত্যক্ষ মদতে চলা আলফ স্বাধীন এর আগেও চিনের প্রতি তাদের আনুগত্য দেখিয়েছে। গোয়েন্দাদের দাবি, পরেশ নিজে বছরের অধিকাংশ সময় চিনের ইউনান প্রদেশের রুইলিতে থাকেন।

Advertisement
শেষ আপডেট: ০৮ নভেম্বর ২০১৫ ০৪:১১
Share:

তিব্বতের স্বাধীনতার দাবিকে প্রশ্রয় দেওয়া এবং অসমের বুকে চিন-বিরোধী তিব্বতিদের সমাবেশে অনুমতি দেওয়ায় ভারত সরকারের কড়া সমালোচনা করল আলফা স্বাধীন। চিনের প্রত্যক্ষ মদতে চলা আলফ স্বাধীন এর আগেও চিনের প্রতি তাদের আনুগত্য দেখিয়েছে। গোয়েন্দাদের দাবি, পরেশ নিজে বছরের অধিকাংশ সময় চিনের ইউনান প্রদেশের রুইলিতে থাকেন। তাই, তাঁর স্বভূমিতে তিব্বতিরা চিনের নিন্দা করে আলোচনাসভা বসানোয় আলফার উপরে চাপ এসেছে। আজকের বিবৃতিতে আলফা স্বাধীনের সভাপতি অভিজিৎ অসম লিখেছেন, অসমের উপরে চলা ভারতের দখলদারি ও অসমবাসীর স্বাধীনতা হরণ নিয়ে দলাই লামা আজ অবধি কোনও মন্তব্য করেননি। তাই অসমের মাটিতে তিব্বতের স্বাধীনতা নিয়ে সমাবেশ করা উচিত নয়।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement