উত্তপ্ত সীমান্ত

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের লাদাখ সফরের আগে উত্তপ্ত হল ভারত-চিন সীমান্ত। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, লাদাখের বার্টসে এলাকায় টহলদারির জন্য নির্দিষ্ট সীমার খুব কাছে একটি নজরদারি পোস্ট তৈরি করছিল চিনা সেনা।

Advertisement
শেষ আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০১৫ ০৩:১২
Share:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের লাদাখ সফরের আগে উত্তপ্ত হল ভারত-চিন সীমান্ত। স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, লাদাখের বার্টসে এলাকায় টহলদারির জন্য নির্দিষ্ট সীমার খুব কাছে একটি নজরদারি পোস্ট তৈরি করছিল চিনা সেনা। তাতে আপত্তি জানায় ভারত। শুক্রবার ওই নজরদারি পোস্টটি ভেঙে দেয় ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি)। তার পরেই উত্তেজনা শুরু হয়েছে। ওই এলাকায় বাড়তি বাহিনী পাঠিয়েছে দু’পক্ষই। আগামী সপ্তাহে লাদাখের কিছু এলাকা সফরে যাচ্ছেন রাজনাথ সিংহ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement