কাদায় পড়েছে হাতি। ছবি ভিডিয়ো থেকে নেওয়া।
কাদা ও জলে ভর্তি খাল। সেই খালে পড়ে গিয়েছে পূর্ণবয়স্ক একটি হাতি। কাদায় পড়ে হাতির অবস্থা বেসামাল। বন দফতরের আধিকারিক ও স্থানীয় গ্রামবাসীদের টানা দু’ঘণ্টা চেষ্টার পরে কাদাজলের খাল থেকে তোলা হল হাতিটিকে। কাদায় বন্দি অবস্থা থেকে মুক্তি পেয়েই হাতিটি ছুটতে লাগল জঙ্গলের দিকে।
এই ঘটনা গত বৃহস্পতিবার ঘটেছে ওড়িশার সুন্দরগড় জেলার বীরতুলা গ্রামে। সেই ঘটনার ভিডিয়ো শুক্রবার ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে। তার পরেই ভাইরাল হয়েছে ভিডিয়োটি।
সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে, কাদা থেকে ওঠার জন্য প্রাণপনে চেষ্টা চালাচ্ছে হাতিটি। কিন্তু কিছুতেই পারছে না। গ্রামবাসী ও অফিসাররা চার দিক থেকে দড়ি বেঁধে হাতিটিকে কাদা থেকে তুলে আনার চেষ্টা করছেন। এ ভাবে চলার পর সেখানে পড়ে থাকা গাছের গুঁড়িকে শুঁড় দিয়ে আকড়ে ধরল হাতিটি। তার পর উঠে এল। হাতিকে উঠে আসতে দেখে গ্রামবাসীরা তখন পিছিয়ে গিয়েছেন। হাতিটিও কাদা থেকে উঠে জঙ্গলের দিকে দৌড় শুরু করে।
জানা গিয়েছে, সুন্দরজেলার দুমারতা গ্রামে বুধবার এসেছিল ১৮টি হাতির একটি পাল। সেখান থেকে দলছুট হয়েই এই কাদাজল ভর্তি খালে পড়ে গিয়েছিল হাতিটি। দেখুন সেই ভিডিয়ো—
আরও পড়ুন: ভাগ্য বদলে দিল কাঠের হাতি, চাকরি ছেড়ে ব্যবসা করে কোটিপতি মুম্বইয়ের শিনীল
আরও পড়ুন: কাকের আক্রমণ থেকে সন্তানকে বাঁচানোর মরিয়া লড়াই ছোট্ট ময়নার, ভাইরাল ভিডিয়ো