Indian Army

Chinar Corps: তুষারপাতেও সাহায্যের হাত ‘চিনার যোদ্ধাদের’

চিনার কোরের তরফে জানানো হয়েছে, গত কাল উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে বনিয়ার এলাকার ঘাঘর হিল গ্রাম থেকে জরুরি বার্তা পায় তারা।

Advertisement

সংবাদ সংস্থা

শ্রীনগর শেষ আপডেট: ১০ জানুয়ারি ২০২২ ০৭:১২
Share:

সহযোদ্ধা: প্রবল তুষারপাতের মধ্যেই এক অন্তঃসত্ত্বাকে নিয়ে হাসপাতালের পথে সেনারা। শোপিয়ানের রামনগরীর কাছে। ছবি: টুইটার।

বছরের শীতলতম সময় চলছে কাশ্মীরে। তুষারপাতের ফলে বরফে ঢাকা চার দিক। তারই মধ্যে জরুরি বার্তা এসে পৌঁছল সেনার চিনার কোরের সদর দফতরে। সাহায্যের হাত বাড়িয়ে দিল সেনাও।

Advertisement

চিনার কোরের তরফে জানানো হয়েছে, গত কাল উরি সেক্টরে নিয়ন্ত্রণ রেখার কাছে বনিয়ার এলাকার ঘাঘর হিল গ্রাম থেকে জরুরি বার্তা পায় তারা। এক অন্তঃসত্ত্বাকে দ্রুত হাসপাতালে পৌঁছনোর প্রয়োজন দেখা দিয়েছিল। তুষারপাতের মধ্যেই গ্রামে পৌঁছন সেনারা। অন্তঃসত্ত্বাকে স্ট্রেচারে শুইয়ে সাড়ে ছ’কিলোমিটার হেঁটে পৌঁছন শোপিয়ানের প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে।

আজ একই বার্তা আসে শোপিয়ানের রামনগরী এলাকা থেকে। সেখানেও এক অন্তঃসত্ত্বাকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন দেখা দিয়েছিল। পৌঁছে যান সেনারা। স্ট্রেচারে শুইয়ে মহিলাকে নিয়ে আসেন শোপিয়ানের জেলা হাসপাতালে। সেখানে পুত্র সন্তানের জন্ম দিয়েছেন তিনি। দুই মহিলাকে হাসপাতালে নিয়ে যাওয়ার ছবি-ভিডিয়োও টুইট করেছে সেনা।

Advertisement

ভারতীয় সেনার বিরুদ্ধে বারবারই বিক্ষোভে উত্তাল হয়েছে কাশ্মীর। কিন্তু বন্যা-সহ বিভিন্ন প্রাকৃতিক বিপর্যয়ে কাশ্মীরবাসীর প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে সেনাই।

এই প্রসঙ্গে উলার লেকে ডুবতে বসা স্থানীয়দের উদ্ধার নৌসেনার মার্কোস কমান্ডোদের ভূমিকার কথাও মনে করিয়ে দিচ্ছেন ভারতীয় সেনা বাহিনীর কর্তারা। তাঁদের একাংশের আক্ষেপ, দীর্ঘদিন ধরে স্থানীয়দের পাশে থাকার ফলে অর্জিত ভরসা অনেক ক্ষেত্রে মাত্র একটি ঘটনার ফলেই নষ্ট হয়ে যায়। সেই সুযোগে ফের ভারতীয় সেনার বিরুদ্ধে গোটা উপত্যকার বাসিন্দাদের উস্কানি দেয় পাকিস্তানের মদতে পুষ্ট বিচ্ছিন্নতাবাদী শক্তি।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement