ফাইল চিত্র
দিল্লি-সহ গোটা উত্তর ভারতে ঘন কুয়াশা জেরে রবিবার থেকে নাজেহাল রেল পরিষেবা। তবে সোমবার কুয়াশা অনেকটাই কেটে যাওয়া কিছু হলেও স্বাভাবিক হচ্ছে ট্রেন পরিষেবা। রেল সূত্রে খবর, হাওড়াগামী বেশ কিছু ডাউন ট্রেন কিছুটা দেরিতে ঢুকছে। ফলে আপ ট্রেনগুলি সামান্য দেরিতে ছাড়বে বলে জানা গিয়েছে।
তবে, এ দিন ট্রেন দেরির প্রধান কারণ অসমের বন্ধ। এই কারণেই নতুন করে ফের ট্রেন পরিষেবা ব্যহত হচ্ছে বলে জানাচ্ছে রেল। অসমের উপজাতি পরিষদ (আদিবাসী ন্যাশনাল কনভেনশন কমিটি)-র ১২ ঘণ্টা রেল অবরোধ ডেকেছে কোকরাঝাড়ে। এর জেরে অসম হয়ে আসা হাওড়াগামী বেশ কিছু ট্রেন আটকে রয়েছে। বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে থাকায় পানীয় জল এবং খাবারের সমস্যা দেখা দিয়েছে। কাজেই অসুবিধায় পড়ছেন যাত্রীরা।
রেল সূত্রে খবর, এ দিন ভোর সাড়ে পাঁচটা থেকে আলিপুরদুয়ার স্টেশনে আটকে রয়েছে আপ সরাইঘাট এক্সপ্রেস। নিউ কোচবিহার স্টেশনে আপ লোকমান্য তিলক-গুয়াহাটি এক্সপ্রেস সাড়ে ছ’টা থেকে এবং দ্বারকা এক্সপ্রেস প্রায় ৮টা থেকে আটকে রয়েছে। ঠিক তেমনই আপ অমরনাথ এক্সপ্রেস নিউ জলপাইগুড়ি স্টেশনে, কামরূপ এক্সপ্রেস কিষাণগঞ্জে, রাঁচী-কামাক্ষা এক্সপ্রেস মালদহ স্টেশনে এবং কলকাতা-গুয়াহাটি গরিবরথ এক্সপ্রেস বারসই স্টেশনে দাঁড়িয়ে আছে।
অন্য দিকে, ডাউন হাওড়াগামী রাজধানী এক্সপ্রেস সকাল সওয়া ৯টা থেকে এবং গুয়াহাটি-বেঙ্গালুরু এক্সপ্রেস ১০টা থেকে আটকে রয়েছে বঙ্গাইগাঁও স্টেশনে। কামাক্ষা এক্সপ্রেস সাড়ে তিন ঘণ্টা দেরিতে চলছে।
আরও পড়ুন- কুয়াশায় দেরি, অখাদ্যে ক্ষোভ যাত্রীদের