Amit Shah

টাকা পেল কলকাতা

পশ্চিম উপকূলে আজই অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাব পড়তে শুরু করেছে। আজই বিভিন্ন রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রীদের সঙ্গে দিল্লিতে বৈঠকে বসেন শাহ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

নয়াদিল্লি শেষ আপডেট: ১৪ জুন ২০২৩ ০৭:৩৭
Share:

কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ফাইল চিত্র।

বিপর্যয় মোকাবিলায় ৮ হাজার কোটি টাকার প্রকল্প ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বন্যা এড়াতে যে সাতটি শহরে জন্য ২৫০০ কোটি টাকা দেওয়া হবে তার মধ্যে রয়েছে কলকাতাও। দমকল বিভাগের পরিকাঠামো উন্নয়নেও প্রতিটি রাজ্যকে আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী।

Advertisement

পশ্চিম উপকূলে আজই অতি প্রবল ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’-এর প্রভাব পড়তে শুরু করেছে। আজই বিভিন্ন রাজ্যের বিপর্যয় মোকাবিলা মন্ত্রীদের সঙ্গে দিল্লিতে বৈঠকে বসেন শাহ। বৈঠকের শেষে তিনি জানান, বিপর্যয় মোকাবিলা খাতে সব মিলিয়ে ৮ হাজার কোটি টাকা খরচ করবে কেন্দ্র। তিনটি প্রকল্পে টাকা খরচ হবে। সবচেয়ে বেশি বিনিয়োগ হবে রাজ্যগুলির দমকল বাহিনীর পরিকাঠামো উন্নয়নে। ওই খাতে পাঁচ হাজার কোটি টাকা খরচের সিদ্ধান্ত নিয়েছ কেন্দ্র। এ ছাড়া দেশের সাতটি বড় শহরে (কলকাতা, মুম্বই, চেন্নাই, আমদাবাদ, বেঙ্গালুরু, হায়দরাবাদ ও পুণে) বন্যা রোধে আড়াই হাজার কোটি টাকা খরচের পরিকল্পনা হয়েছে। ভূমিক্ষয় রোধে ৮২৫ কোটি টাকার প্রকল্প নেওয়া হয়েছে বলে জানান শাহ। এ প্রকল্পের অন্তর্গত ১৭টি রাজ্য। রাশিয়ার চেরনোবিল থেকে জাপানের ফুকোশিমা— বিভিন্ন সময়ে পরমাণু বিপর্যয়ের সাক্ষী থেকেছে বিশ্ব। তাই ভারতে যে সাতটি পরমাণু বিদ্যুৎকেন্দ্র রয়েছে, সে গুলির নিরাপত্তা নিশ্চিত করতে কেন্দ্র তৎপর বলে জানান শাহ। বলেন, যে শহরে কেন্দ্রগুলি রয়েছে, সেখানে নিরাপত্তার প্রশ্নে কড়া ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। যাতে কোনও বিপর্যয়ের পরিস্থিতি তৈরি না হয়। শাহ বলেন, ‘‘সংশ্লিষ্ট রাজ্যতে কড়া ভাবে নিরাপত্তজনিত বিষয়গুলি বাস্তবায়নে জোর দিয়েছে কেন্দ্র। পরমাণু কেন্দ্র কাজ শুরুর আগে বিপর্যয় মোকাবিলার পদক্ষেপ প্রয়োজন নিশ্চিত করতে রাজ্যগুলিকে বলা হয়েছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement