উত্তরপ্রদেশে গত বিধানসভা ভোটে তৃণমূল ঢাক ঢোল পিটিয়ে প্রার্থী দিলেও, শেষ পর্যন্ত লাভ বিশেষ হয়নি। অধিকাংশ আসনেই জমানত বাজেয়াপ্ত হয়েছিল তাদের। মথুরার মঠ বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী শ্যামসুন্দর শর্মা জিতলেও তাতেও দলের ভূমিকা বিশেষ ছিল না, ব্যক্তিগত জনপ্রিয়তার কারণেই জিতেছিলেন শ্যাম। তবে এ হেন অভিজ্ঞতা সত্ত্বেও জাতীয় দল হিসাবে স্বীকৃতি পাওয়ার পর উত্তরপ্রদেশে এ বার ফের প্রার্থী দেওয়ার কথা বিবেচনা করছে তৃণমূল।
সূত্রের খবর, আগের বারের তুলনায় এ বার কিছুটা ভেবেচিন্তে পা ফেলতে চাইছে তৃণমূল। মুকুল রায়রা দেখতে চাইছেন, উত্তরপ্রদেশে মুলায়মের নেতৃত্ব কোনও ধর্মনিরপেক্ষ জোট তৈরি হয় কিনা। তা হলে জোটে সামিল হয়ে হাতে গোণা কয়েকটি আসনে লড়ার চেষ্টা করবে তৃণমূল। এ জন্য রাজ্যে দলের একটি মুখও খুঁজতে শুরু করেছে তারা। প্রাক্তন কংগ্রেস সাংসদ তথা মুখপাত্র রশিদ আলভির সঙ্গে কথা শুরু করেছেন মুকুলবাবু।