কৃষক মুক্তি সংগ্রাম সমিতির কেন্দ্রীয় সম্পাদক জহিরউদ্দিন লস্করের উপর হামলা চালানোর অভিযোগ উঠল। আজ হাইলাকান্দির লালায় ঘটনাটি ঘটে।
পুলিশ জানায়, জহিরউদ্দিন লস্কর এ দিন লালার একটি ব্যাঙ্কে টাকা তুলতে গিয়েছিলেন। অভিযোগ, সেখান থেকে বেরতেই কয়েক জন তাঁর উপর হামলা চালায়। তাঁকে বেধড়ক মারধর করা হয়। কৃষক মুক্তির নেতা পরে থানায় চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। তার পরিপ্রেক্ষিতে আবুল হুসেন নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন লালা পুরসভার সভানেত্রীর ছেলে এবং সমাজকল্যাণ বিভাগের কর্মী শঙ্কর নাথ, ফরিজউদ্দিন, নাসিরউদ্দিন।
জহিরউদ্দিনের দাবি, কৃষক মুক্তি সংগ্রাম সমিতি লালা পুরসভার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে আন্দোলন চালাচ্ছে। তার জেরে হাইলাকান্দির জেলাশাসক তদন্তের নির্দেশ দিয়েছেন। সে জন্যই পরিকল্পিত ভাবে তাঁর উপর হামলা চালানো হয়েছে।
জহিরউদ্দিনের অভিযোগ মানতে চাননি ফরিজউদ্দিন। তিনি কৃষক মুক্তির ওই নেতার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগে পাল্টা মামলা রুজু করেছেন। লালা থানার ওসি মনিরুল ইসলাম জানিয়েছেন, তদন্ত চলছে।
লালার ডিজেল অটো সংস্থার অটোরিকশা চালকরা এ দিন লালা থানা ঘেরাও করে। তাঁদের সংস্থার নেতা আবুল হুসেনকে ছেড়ে দেওয়ার দাবি জানানো হয়। অন্য দিকে কৃষক মুক্তি সংগ্রাম সমিতির জেলা সভাপতি সরিফউদ্দিন ও সম্পাদক ফয়েজ আহমেদ জানিয়েছেন, ৪৮ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের গ্রেফতার করা না হলে তাঁরা জেলাজুড়ে আন্দোলন শুরু করবেন।