পি সি জর্জ
দফায় দফায় নাটকের পরে তিরুঅনন্তপুরমের আদালত থেকে জামিন পেলেন কেরলের প্রবীণ নেতা পি সি জর্জ। সংখ্যালঘুদের বিরুদ্ধে বিতর্কিত মন্তব্য করায় বিভিন্ন গোষ্ঠীর মধ্যে শত্রুতায় উস্কানি দেওয়ার অভিযোগ দায়ের হয়েছে তাঁর বিরুদ্ধে। জর্জের দাবি, তাঁকে গ্রেফতার করে মৌলবাদীদের ‘উপহার’ দিয়েছেন মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন।
কেরল কংগ্রেসের প্রাক্তন নেতা পি সি জর্জ সম্প্রতি অনন্তপুরীতে হিন্দু মহা সম্মেলনে হাজির ছিলেন। সেখানে তিনি সংখ্যালঘু পরিচালিত রেস্তরাঁ ও অন্য ব্যবসাকে এড়িয়ে চলতে বলেন বলে অভিযোগ। এর জেরে তাঁর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়। আজ সকালে কোট্টায়াম জেলায় এরাট্টুপেট্টায় জর্জের বাড়ি থেকে তাঁকে হেফাজতে নেয় তিরুঅনন্তপুরম ফোর্ট থানার পুলিশ। তার পরে তাঁকে সড়কপথে তিরুঅনন্তপুরমে পুলিশের সশস্ত্র রিজ়ার্ভ ইউনিটের শিবিরে নিয়ে আসা হয়। আসার পথে বিজেপি কর্মীরা দফায় দফায় তাঁকে শুভেচ্ছা জানান। আবার তাঁর গাড়ি লক্ষ্য করে পচা ডিম ছোড়েন সিপিএমের যুব সংগঠন ডিওয়াইএফের কর্মীরা। পুলিশ শিবিরের সামনে জর্জকে কালো পতাকাও দেখান তাঁরা। পরে জর্জের সঙ্গে দেখা করার জন্য পুলিশ শিবিরে ঢুকতে চেয়েও অনুমতি পাননি কেন্দ্রীয় বিদেশ প্রতিমন্ত্রী ভি মুরলীধরন।
ম্যাজিস্ট্রেটের আদালত থেকে জামিন পাওয়ার পরে জর্জ বলেন, ‘‘আমি বলেছিলাম কোনও ধর্মের মৌলবাদীদের সমর্থন বা ভোট চাই না। তাতে আমি ধর্ম-বিরোধী হলাম কী ভাবে? আমাকে গ্রেফতার করে বিজয়ন রমজান মাসে মৌলবাদীদের উপহার দিয়েছেন।’’