Delhi Air Pollution

দিল্লিতে কামড় বসাতে শুরু করেছে শীত! ১০ ডিগ্রি সেলসিয়াসে নামল তাপমাত্রা, বদলায়নি দূষণের ছবিটা

দূষণের ছবিটা খুব একটা বদলায়নি। বিশেষ করে আনন্দ বিহার, অশোক বিহার, বিমানবন্দর এলাকা, জাহাঙ্গিরপুরীর মতো এলাকায় টানা পাঁচ দিন ধরে ‘অত্যন্ত খারাপ’ পর্যায়েই রয়েছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন ডেস্ক

কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৪ ১৫:৪৪
Share:

ধোঁয়াশায় ঢাকা দিল্লি। ছবি: রয়টার্স।

দূষণের পাশাপাশি দিল্লিতে কামড় বসাতে শুরু করেছে শীত। বৃহস্পতিবারই এক ধাক্কায় রাজধানীতে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসে এসে ঠেকেছে। তবে শুক্রবার তাপমাত্রা আরও নামতে পারে বলে পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। তার পর আবার ১-২ ডিগ্রি বাড়তে পারে। দূষণের পরিস্থিতির মতোই তাপমাত্রারও উত্থান-পতন পর্ব চলছে গত কয়েক দিন ধরেই। মৌসম ভবন জানাচ্ছে, বৃহস্পতিবার রাজধানীতে এই মরসুমের শীতলতম রাত ছিল।

Advertisement

তবে দূষণের ছবিটা খুব একটা বদলায়নি রাজধানীতে। টানা পাঁচ দিন ধরে ‘অত্যন্ত খারাপ’ পর্যায়েই রয়েছে দূষণ পরিস্থিতি। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ (সিপিসিবি)-এর তথ্য বলছে, শুক্রবার সকালে রাজধানীর বাতাসের গুণগত মানের সূচক ছিল (একিউআই) ৩৩২। রাজধানীর বেশ কয়েকটি এলাকায় দূষণ পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি গত কয়েক দিনে। বিশেষ করে আনন্দ বিহার, অশোক বিহার, বিমানবন্দর এলাকা, জাহাঙ্গিরপুরীতে দূষণের মাত্রা ‘অত্যন্ত খারাপ’ পর্যায়েই রয়েছে।

পরিবেশবিদেরা জানাচ্ছেন, সকালের দিকে বাতাসের গুণগত মানের সূচক ‘খারাপ’ এবং ‘অত্যন্ত খারাপ’ পর্যায়ের মধ্যে ঘোরাঘুরি করলেও সন্ধ্যা নামতেই সেই সূচক কখনও কখনও কোনও কোনও এলাকায় ‘ভয়ানক’ থেকে ‘অতি ভয়ানক’ পর্যায়ে পৌঁছচ্ছে। তার সঙ্গে পাল্লা দিয়ে নামছে দৃশ্যমানতাও। কোথাও কোথাও ৫০০ মিটারের নীচে নেমে যাচ্ছে দৃশ্যমানতাও।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement